TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টোকাই থেকে শত কোটি টাকার মালিক, অবৈধ ব্যবসায় গড়েছেন ত্রাসের রাজত্ব

প্রকাশিত : জানুয়ারি ০১, ২০২৫, ১৪:৩৭

টোকাই থেকে শত কোটি টাকার মালিক, অবৈধ ব্যবসায় গড়েছেন ত্রাসের রাজত্ব

স্টাফ রিপোর্টারঃ দক্ষিন – পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, এই জেলাটির কোল ঘেষে ভারতীয় সীমান্ত হবার সুবাদে নজরুল মল্লিক অস্ত্র, সোনা, ফেনসিডিল, সহ বিভিন্ন প্রকারের ভারতীয় নিষিদ্ধ মাদক চোরাচালানের কারবার করেন হরহামাসে।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল মল্লিক এর আদি কাল ছিলো বেশ ভয়ানক, তিনি জীবননগর উপজেলা ব্যাপি টুকাই নজরুল নামে বেশ পরিচিত, ঝিনাইদহের সাবেক মৃত সংসদ সদস্য আনারুল আজিম আনারের বাল্য বন্ধু নজরুল মল্লিক, তারা প্রথম দিকে একত্রে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, মদ গাজা সহ বিভিন্ন প্রকারের মাদক নিয়ে অবৈধ ব্যবসা শুরু করলেও কয়েক বছরের মধ্যে হয়ে উঠেন আঙ্গুল ফুলে কলাগাছ।

২০০৯ সালের পরে আওয়ামী লীগের ক্ষমতার দপটকে কাজে লাগিয়ে নজরুল মল্লিক অস্ত্র, সোনা, ফেনসিডিল ব্যবসা সহ বিভিন্ন প্রকারের অপরাধ কর্মকান্ডে জরিত হয়ে পরেন।নজরুল মল্লিক অবৈধ উপায়ে অস্ত্র, সোনা, ও ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অবৈধ উপায়ে মালিক হয়েছেন প্রায় ৫০০ কোটি টাকা।যা তিনি অর্জন করেছেন সম্পূর্ণ অবৈধ ব্যবসার মাধ্যমে ।

তার এই অবৈধ সম্পদ স্থানীয় ভ্যাট ট্যাক্স অফিসারকে কালো টাকা দিয়ে ম্যানেজ করে অর্ধেক অর্থ সম্পদ বৈধ করেছেন,বলে গোপন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়।
জীবননগরের স্মাগলার নজরুল মল্লিককে চুয়াডাঙ্গা জেলার মানুষ চিনেন সন্ত্ররাসী নজরুল হিসেবে।নজরুল মল্লিকের নামে ঢাকা, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় ডর্জন খানেক অস্ত্র, মাদক, এবং হত্যা মামলা রয়েছে, গত কয়েক বছর আগে সরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকা ভুক্ত ক্রস ফায়ারের লিস্টেট ছিলেন তিনি।

স্মাগলার নজরুল মল্লিক নিজেকে সুকৌশলে রক্ষার জন্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন এমপির কাছে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুনের মাধ্যমে অর্থের বিনিময়ে বাগিয়ে নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদ,ক্রসফায়ার থেকে নিজেকে বাঁচাতে এবং জেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদবী ব্যবহার করে রাতারাতি সেজেছিলেন জনগনের সেবক,রাজনৈতিক পদ পাওয়ার কয়েকদিনের ভিতরে চুয়াডাঙ্গা -২ আসনে এমপি পদ প্রার্থী হিসেবে নিজেকে জানান দেন, এবং সেটেছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের প্রতিটি জায়গায় ব্যানার ফেসটুন।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্মাগলার নজরুল মল্লিক এলাকার কয়েকজন চিহ্নিত মাদক চোরাকারবারিদের সাথে নিয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াতেন, যা দেখে চুয়াডাঙ্গা -২ আসনের অর্জিনাল দল প্রেমি ব্যক্তিদের চোখ কপালে পরেছিলো এক প্রকারের কালো ছাপ,চুয়াডাঙ্গা -২ আসনের এলাকা গুলোতে তাকে নিয়ে চলেছিলো সমালোচনার ঝড়, সকলের মূখে একটাই কথা অবশেষে একজন চোরাকারবারি স্মাগলার নজরুল মল্লিক এই আসেন আওয়ামী লীগের মনোনয়ন পদ প্রার্থী হিসেবে মাঠ ঘুরছেন।

নজরুল মল্লিকের ঘনিষ্ঠ এক ড্রাইভারের মাধ্যমে আরো জানা যায় তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার সময় অস্ত্র ও সোনার চালান নিয়ে যেতেন, এবং ফিরতি পথে তার গাড়িতে করে অবৈধ নিষিদ্ধ ফেনসিডিল, মদ,সহ অন্যান্য মাদক দ্রব্যর চোরাচালান নিয়ে ঢাকা আসতেন।

তার এই মাদক সোনা ও অস্ত্রের চালান ভারত-ঢাকা পৌঁছিয়ে দিতে সহযোগিতা করতেন জীবননগর কালা গ্রামের খাজা, জীবননগর পৌর সভার এক কাউন্সিলর সহ জীবননগরের চিহ্নিত কয়েকজন মাদক চোরাকারবারি………চলবে


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।