TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও জামিন পেতে আইন উপদেষ্টা, প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫, ১৩:৪৯

মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও জামিন পেতে আইন উপদেষ্টা, প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

ঢাকার শাহজাহানপুর থানায় দায়েরকৃত মামলায় আটক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন মাদ্রাসার আজীবন দাতা সদস্য মো: ইসহাক দুলালকে অব্যাহতি এবং ন্যায় বিচার পাওয়ার আশায় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

পরিবারের অভিযোগ ,ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন মিলছে না ইসহাক দুলালের। ভুক্তভোগী পরিবারের দাবি, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তি ইসহাক দুলাল কে টার্গেট করে মিথ্যা মামলা করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

শনিবার ১৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইসহাক দুলালের পরিবার।

শাহজাহানপুর থানা পুলিশ পতিত স্বৈরাচার সরকারের দোসরদের কথায় অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন হিমেল বলেন, আমার বাবা সহ আমাদের পরিবারের সবাই ছাত্র জনতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন । তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। এখন পর্যন্ত জামিন দিচ্ছে না।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না। ছাত্র জনতার আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আমার বাবাকে যখন গ্রেফতার করে তখন ছাত্র জনতার আন্দোলনে জড়িত থাকার নানা প্রমাণ দেখানোর পরও ছেড়ে দেয়নি এবং অনৈতিক সুবিধার জন্য পুলিশ হয়রানী করছে। এছাড়াও স্হানীয় বিএনপি ও জামায়াত নেতারা এবিষয়ে হস্তক্ষেপ করলেও আইন-শৃঙ্খলা বাহিনী তাতে কর্নপাত করেনি।

ইসহাক দুলালের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন,এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারান্তরীণ থাকায় গোটা পরিবারে নেমে এসেছে দুর্বিস্হ দূর্ভোগ। এবিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় ইসহাক দুলাল এর পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় সুষ্ঠু তদন্তের জন্য ফ্যাসিবাদ বিরোধী নতুন ওসি শাহজাহানপুর থানায় নিয়োগ দেয়া হোক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসহাক দুলালের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন)বীর মুক্তিযোদ্ধা এমএ কদ্দুস, ইসহাক দুলালের স্ত্রী সহ প্রমুখ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।