TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিন যত যাচ্ছে দেশের রাজনৈতিক সংকট ঘনিভূত হচ্ছে: শামসুজ্জামান দুদু

প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫, ১৩:৫২

দিন যত যাচ্ছে দেশের রাজনৈতিক সংকট ঘনিভূত হচ্ছে: শামসুজ্জামান দুদু

দিন যত যাচ্ছে দেশের রাজনৈতিক সংকট ততক্ষণ অনুভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, বাজার ব্যবস্থাপনা একেবারে ভেঙে পড়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মানুষের মধ্যে নানান কথাবার্তা হচ্ছে।এভাবে একটা দেশ চলতে পারে না।তাই সরকারের এদিকে নজর দিতে হবে।

শনিবার ১৮ জানুয়ারি চুয়াডাঙ্গা সদরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ছাত্র জনতা গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ পরাভূত হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে। দেশে এখনই গণতন্ত্র প্রতিষ্ঠার সময়। দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সময়। দেশ থেকে দুর্নীতিবাজদের নির্মূল করার এখনই সময়। আর এইসব করতে হলে এই মুহূর্তে জাতীয় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ।
নির্বাচন যত দেরি হবে। ফ্যাসিবাদরা তত মাথা চারা দিয়ে উঠতে পারে। কারণ শৃঙ্খলা বাহিনী তেমন ভূমিকা পালন করছে না। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে। তারা তাদের পছন্দ প্রার্থীকে বিজয়ী করতে পারবে। জনগণের মনোনীত প্রার্থী পারে জনগণের সুখ-দুঃখের সেবা করতে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,
বাংলাদেশে ভালো নির্বাচন যেন না হয়। রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না। ওই ফাঁদে পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিল। ডঃ মুহাম্মদ ইউনুস নির্বাচনের কথা যেটা বলেছেন এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে সেটা আমরা সমর্থন জানাই। ওই সময়ের মধ্যে আমরা যদি নির্বাচনটা করতে পারি তাহলে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে। বাজারে আগুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ব্যবসা-বাণিজ্যের অচলাবস্থা, জনগণের মধ্যে অস্থির অবস্থা এই গুলো কাটিয়ে উঠতে আমাদেরকে নির্বাচনের দিকে হাঁটতে হবে। আমরা যদি এই সময়ের মধ্যে নির্বাচন করতে পারি তাহলে আমার প্রত্যাশা আমরা এইসব সংকট থেকে মুক্ত হব। তাই এখন সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের সময় টা কঠিন আসছে। তাই আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। আগামি নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে বিএনপি জনগণের দল। সেই জনগণের কাছে যেতে হবে। জনগণের সুখ-দুঃখের ভাগীদার হতে হবে। জনগণের বিপদ-আপদে পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষ। এই দলকে কেউ ঠেকাতে পারবে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনীত করবে আমরা তার পাশে দাঁড়াবো ঐক্যবদ্ধ ভাবে তাকে বিজয় করব।

উঠান বৈঠকে বিএনপি ওবায়দুজ্জামান বুলা,রতন, শামীম রেজা,ডালিম, শ্রমিক নেতা এম জেনারেলসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।