TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবননগরের মিনাজপুরে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা, জমি মালিকদের মারপিট,মামলা নিতে জামায়াতের থানা ঘেরাও

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৫, ২২:৫৮

জীবননগরের মিনাজপুরে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা, জমি মালিকদের মারপিট,মামলা নিতে জামায়াতের থানা ঘেরাও

স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে মালিকানা জমি দিয়ে রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতার আত্নীয় পরিচয় দিয়ে রাস্তার জমি দখলের চেষ্টা চালানোর সময় জমি মালিকদের পক্ষ থেকে বাঁধা দেওয়া চেষ্টা করলে ৬ জনকে মারপিট করে গুরুতর ভাবে আহত করে রাস্তা দখলের চেষ্টা চালিয়েছে বিএনপির আত্নীয় পরিচয় দান কারি এ নেতা।

ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করতে গেলে মামলা নিতে না চাইলে সন্ধায় এলাকাবাসীর পক্ষ নিয়ে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মিরা থানা ঘেরাও করেন।
সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে রাস্তার জমি দেওয়াকে কেন্দ্র করে দির্ষদিন ধরেই ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কোন্দল চলমান রয়েছে ।
মিনাজপুর মাঠপাড়া ( বেলেমাঠ পাড়া) গ্রামে রাস্তা করার জন্য সরকারি পর্যাপ্ত পরিমানের খাস জমি থাকলেও সরকারি খাস জমি দিয়ে রাস্তা না করে ঠিকাদারি প্রতিষ্ঠান ডেলকো লিঃ কোম্পানি ব্যক্তি মালিকানা জমি দিয়ে রাস্তা করতে চাইলে বাঁধে বিপত্তি, গত ১ বছর আগে এলাকাবাসীর পক্ষ থেকে তোফায়েল হোসেন নামের একজন মামনিও আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠান ডেলকো লিঃ কোম্পানি এবং সরকারি জায়গা দখল কারিদের বিরুদ্ধে মামনীয় আদালতে মামলা দায়ের করেছিলেন। বর্তমানে এই রাস্তা সংকান্ত সম্পত্তির বিষয় নিয়ে মাননিও আদালতের ১৪৫ ধারা জারিকৃত রয়েছে।
কিন্তু মোক্তারপুর গ্রামের মৃত আনসার আলীর পুত্র মুকুল (৫৫) ও মিলন এবং বুদু নিজেদের কেন্দ্রীয় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর আত্নীয় পরিচয় দিয়ে কয়েকজন কেডার বাহিনী সাথে নিয়ে ভুক্তভোগী মিনাজপুর মাঠপাড়া গ্রামের তোফায়েল হোসেন(৪০),হানিফ (৪০), সহ আরো ৫/৬ জন জমি মালিকদের মারপিট করে মামনিও আদালতের রায়কে অমান্য করে মালিকানা জমি গুলো দিয়ে জোরপূর্বক ভাবে রাস্তা খোঁড়ার কাজ চলমান রেখেছিলেন ঘন্টা খানেক।
পর্বর্তীতে মানবাধিকার সংস্থা, সাংবাদিক এবং জীবননগর জামায়াতে ইসলামীর সহ বেশ কিছি গোয়েন্দা সংস্থার প্রচেষ্ঠায় জীবননগর উপজেলা নির্বাহী অফিস্যার মালিকানা জমির উপর দিয়ে রাস্তা খোঁরার কাজটি বন্ধ করেন।

মিনাজপুর মাঠপাড়া এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতার পরিচয় দিয়ে জোরপূর্বক মালিকানা জমিতে রাস্তা খোঁড়ার বিষয়টি সম্পর্কে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দিলে তিনি সাংবাদিকদের জানান মিনাজপুর মাঠপাড়া গ্রামে জমি মালিকদের মারপিট করে রাস্তা খোঁড়ার বিষয়টি সম্পর্কে শুনেছি,,আমি ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি, ভুক্তভোগীদের বিষয়টি সম্পর্কে থানায় মামলা না নেওয়ার বিষয়টি সম্পর্কে জানতে ফোন দিলে ও”সি”র ব্যবহৃত ফোনটি রিসিভ হয়নি।

এদিকে মিনাজপুর মাঠপাড়া গ্রামের আহতদের পক্ষ থেকে ভুক্তভোগীরা কেন্দ্র বিএনপি নেতার আত্নীয় পরিচয় দান কারি বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা না নিতে চাইলে, ঘটনাটি জানাজানি হলে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে জীবননগর থানা ঘেড়াও করেন, পর্বর্তীতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অফিস্যার মামলা নিতে আস্বস্ত করলে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সদস্যরা থানা ত্যাগ করেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি নেতার আত্নীয় পরিচয়দান কারি মুকুলের ব্যবহৃত ফোনে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি, এ জন্য তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।