TadantaChitra.Com | logo

২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারী বিএনপির সদস্য সচিব হিসাবে আলোচনার শীর্ষে রাজু আহমেদ

প্রকাশিত : জানুয়ারি ২৩, ২০২৫, ২০:৫৭

রৌমারী বিএনপির সদস্য সচিব হিসাবে আলোচনার শীর্ষে রাজু আহমেদ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী উপজেলা বিএনপির কমিটির বিলুপ্ত হওয়ায় নতুন কমিটি ঘোষণা হবে শিগগিরই—এমন খবরে নড়েচড়ে বসেছেন দলটির অনেক নেতাকর্মী। পদ পেতে শুরু করছেন নানা তদবির! তাদের মাঝে সচ্ছ ও পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদকে বেছে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদে সর্বস্তরের মানুষের মুখে গুঞ্জন উঠে আলোচনার শীর্ষে সদ্য বিলুপ্ত হয়ে যাওয়া কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তিনি কয়েকবছর ধরে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে আন্দোল সংগ্রাম করে আসছেন।

নিজ উপজেলার নেতাকর্মী ও দেশ বাচাও মানুষ বাঁচাও আন্দোলন নেতাকর্মী দিন রাত পরিশ্রম করে সাহস যুগিয়ে যাচ্ছেন তিনি। উপজেলার নেতাকর্মীরা রাজু আহমেদকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল রাজনীতিবিদ মনে করেন।

নিজেকে শতভাগ স্বচ্ছ দাবি করে বলেন, রৌমারী উপজেলা বিএনপির কমিটিতে যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি। আমি ছাত্রজীবন থেকে আমার সহোদর বড়ভাই রৌমারী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মরহুম রেজওয়ানুল হক পাখির সঙ্গে রাজনৈতিক আদর্শে সততার সঙ্গে কাজ করে এসেছি। মাঠ পর্যায়ে যোগ্যতার পরিচয় দিয়েছি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক এবং ক্যাসিনোর মতো জুয়ায় নিজেকে না জড়িয়ে এসব অপকর্মের বিরোধিতা করে এসেছি সবসময়।’
দলের কর্মসূচিতে সক্রিয় থাকার অপরাধে স্বৈরাচার সরকারের পুলিশ লীগ দিয়ে ব্যাপক হয়রানির শিকার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে দলের সুদিনে এসেছে। আশা করছি, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই দৃষ্টিকোণে আমি রৌমারী উপজেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব প্রার্থী হতেই পারি।’

সদস্য সচিব মনোনীত হলে আগামী পরিকল্পনা কী? এমন প্রশ্নের উত্তরে রাজু আহমেদ বলেন, ‘নন্দিত জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রৌমারী উপজেলা বিএনপিকে ঢেলে সাজাব। তৃণমূল পর্যায়ে অবহেলিত এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সক্রিয় করে জনগণের কাছে বিএনপির রাজনীতির সুবাতাস ছড়িয়ে দেব।’

রৌমারী উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জানান, দলের হাইকমান্ড রৌমারী উপজেলার জন্য ‘ক্লিন ইমেজ’ নেতৃত্ব খুঁজছেন ‘আমাদের বিশ্বাস, সিনিয়র নেতাদের দূরদর্শী চিন্তা-চেতনায় এবং তীক্ষ্ণ নজরে রাজু বাদ পড়ব না যোগ্যতার বিচারে। দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে শতভাগ ভূমিকা রেখেছে। এখনও দলকে সুসংগঠিত করতে দলের নেতাকর্মীদের পাশে থেকে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।