TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটালীপাড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫, ১৬:৩২

কোটালীপাড়ায় যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

 

স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকরেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এর পর তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মহাসিন শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া।

পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতারা কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আঁধারে ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে বসে মো. হানিফ মিয়াকে সভাপতি ও সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে চিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর

পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

মহাসিন জানান, তিনি ২০০৯ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলে যোগ দেন। পরবর্তী সময়ে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক, সহসভাপতি এবং হিরণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। হিরণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সব সদস্য তাঁকে হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে প্রার্থী করেন। কিন্তু সংশ্লিষ্ট নেতারা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগ পরিবারের একজন ব্যবসায়ীকে যুবদলের সভাপতি করেছেন। যাঁকে সভাপতি করা হয়েছে, তিনি কোনো দিন জাতীয়তাবাদী দলের কর্মীও ছিলেন না। ঘোষিত কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, হিরণ ইউনিয়ন যুবদল যে কমিটি ঘোষণা করা হয়েছে, তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোনো সুযোগ নেই।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।