TadantaChitra.Com | logo

২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারিন্দার ৩০ নং শাহ সাহেব লেনে জোর পূর্বক ফ্ল্যাট দখলের চেষ্টা, নিরাপত্তা হীনতায় ভূগছে অসহায় পরিবার

প্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০২৫, ১৯:৪৬

নারিন্দার ৩০ নং শাহ সাহেব লেনে জোর পূর্বক ফ্ল্যাট দখলের চেষ্টা, নিরাপত্তা হীনতায় ভূগছে অসহায় পরিবার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দক্ষিণ সিটি কর্পেরেশনের গেন্ডারিয়া থানাধীন নারিন্দা ৩০ নং শাহ সাহেব লেনে জোর পূর্বক ফ্ল্যাট দখলের  অভিযোগ উঠেছে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন ও  রশিদ মল্লিক  সহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
ঘটনার ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়,আল- ফালাহ ডেভোলপার কোম্পানির মালিক আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ এর কাছ  থেকে শাহ সাহেব লেনের বাসিন্দা  আকবর আলীর পুত্র লায়ন ইঙ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর  সাময়িক নীড় এর ৯ তলা-ক ফ্লাটটি ক্রয় করার জন্য ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন, ৩০ নং শাহ সাহেব লেনের  এই ফ্ল্যাটটি ডেভোলপার কোম্পানি অন্য মালিকের কাছে বিক্রি করার কারনে ৯ তলা-ক এর পাশে ৯ ম তলায়/গ ফ্লাটটির কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় ডেভোলপার কোম্পানির মালিক পক্ষ ৯ম তলা গ ফ্লাটটির বাকি কাজ সম্পূর্ণ করে বসবাস করতে বলেন, একই ফ্লাটের বাসিন্দা  আকবর আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন (সবুজ) কে।
ডেভোলপার কোম্পানির মালিক পক্ষ দেশে এসে বাকি টাকা নিয়ে তার ফ্লাট টি রেজিষ্ট্রেশন করে দিবেন শর্তে অঙ্গিকার বদ্দ রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করে ফ্লাটের কাজ সম্পূর্ণ করে পরিবার নিয়ে বসবাস করে চলেছেন,
এদিকে আল ফালাহ ডেভোলপার কোম্পানির মালিক পক্ষের সদস্যরা বিদেশে বসবাস করার কারনে এই ফ্লাট টি নিয়ে নিত্য নতুন কোন্দল সৃষ্টি হচ্ছে।
কিন্তু বিগত ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলে, লায়ন ইঙ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর এবং তার ভাই আব্দুল্লাহ আল মামুন (সবুজ) এর ফ্ল্যাটে একদল সন্ত্রাসী নিয়ে প্রবেশ করেন ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন, রশিদ মল্লিক, ইবাদত হোসেন, মাহবুব আলম, বাবুল আক্তার, সবুজ সহ কয়েকজন সন্ত্রাসীদের সাতে  নিয়ে ফ্ল্যাটে ধারালো অস্ত্র – সস্র নিয়ে প্রবেশ করেন,
ফ্ল্যাটে প্রবেশের পর্বরতি সময়ে ইঙ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর এবং তার ভাইয়ের ফ্ল্যাটের  গ্যাস বিদুৎ পানি বন্ধ করে দিয়ে, তার পরিবারকে জিম্মি করে জোর পূর্বক ফ্ল্যাটটি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে, এবং  ০৫-০৮-২৪ সনে ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার শর্তে জোরপূর্বক ফ্ল্যাট মালিক সমিতির প্যাডে আব্দুল্লাহ আল মামুন (সবুজ) এবং তার পিতার  সাক্ষর নিয়ে তাদের পরিবারকে বাধ্য করা হয়
এদিকে  ০৫-০৮-২৪ তারিখে ফ্লাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন ও রশীদ মল্লিক ফ্লাটটির ভাড়া দাবী করেন, এবং  রশীদ মল্লিকের  পক্ষ নিয়ে মহিউদ্দিন এবং কয়েকজন স্থানীয় ক্যাডার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ফ্লাটটিতে প্রবেশ করেন।
ভুক্তভোগী  আব্দুল্লাহ আল মামুন( সবুজ) সহ তার পরিবারের সকল সদস্যদের প্রান নাশের হুমকি প্রদাণ করে, জোরপূর্বক সাদা প্যাডে সাক্ষর ফ্লাটটির ভাড়া এবং ফ্ল্যাট টি ৩১-১২-২৪ তারিখের ভিতরে ছেড়ে দেওয়ার জন ভয়ভীতি প্রদান করে চলেছেন। ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন এবং রশিদ মল্লিক  ও তাদের পোষা ক্যাডার বাহিনীর সদস্যরা।
যার কারনে দির্ঘদিন যাবৎ নিরাপত্তা হিনতায় ভূগছেন নারিন্দার ৩০ নং শাহ সাহেব লেনের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন সবুজের পরিবার।
প্রসঙ্গত ৫ ই আগস্টের পরবর্তি সময়ে
নারিন্দা ৩০ নং শাহ সাহেব লেনের সভাপতি মহিউদ্দিন এবং রশিদ মল্লিক   ডেভোলপার কোম্পানির কেউ না হওয়ার শর্তেও  এলাকার চিহ্নিত ,মো: ইবাদত হোসেন, মাহবুব আলম খোকা,  মো: বাবুল আকতার,আব্দুর সালাম সুজন সহ স্থানীয় ক্যাডার বাহিনীর সদস্যরা সম্মিলিত হয়ে, আব্দুল্লাহ আল মামুন (সবুজ) এর ফ্ল্যাটটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে।
মহিউদ্দিন, আব্দুর রশিদ মোল্লা  এবং তাদের সম্মিলত ক্যাডার বাহিনী সদস্যরা  ৩০ নং ফ্ল্যাট মালিক সমিতির প্যাডে জোর পূর্বক আব্দুল্লাহ আল মামুন সবুজ সহ তার পরিবারের সদস্যদের সহি নিয়ে ভাড়া দাবী করে, এবং ফ্লাট ছেড়ে দেওয়ার কথা বলে জোরপূর্বক চুক্তিবদ্ধ করান!
এদিকে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন, রশিদ মল্লিক   সহ অন্য অন্যরা ফ্ল্যাট ডেভোলপার কোম্পানির কেউ না হলেও কোন ক্ষমতার বলে তারা ডেভোলপার কোম্পানির দেওয়া ফ্ল্যাটে ডুকে ভাড়া চুক্তিবদ্ধ করেছেন এবং ফ্ল্যাট ছেড়ে দিতে বলার ঘটনা এখনো অদৃশ্য রয়ে গেছে।
ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন এবং রশিদ মল্লিক   সহ তার ক্যাডার বাহিনীর কোন ক্ষমতার বলে অন্যর ফ্ল্যাট দখল নেওয়ার চেষ্টা  এবং ভাড়া দাবী করে,  এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়  এলাকাবাসী।
  ৩০ নং শাহ সাহেব লেনের আশ পাশের বাসিন্দাদের সাথে কথা বল্লে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে স্থানীয় কিছু ক্যাডার বাহিনীর সদস্যরা সম্মিলিত হয়ে বিভিন্ন দলের নাম ব্যবহার করে এ ফ্ল্যাট টি দখলে নেওয়ার  মতো, এমন অনেক অব্যধ কার্ষক্রম পরিচালনা  করে চলেছে গ্রুপটি।
এখন যদি এদেরকে প্রশাসন লাগাম টেনে না ধরে তা হলে এরা দিনদিন আরো ব্যপরোয়া হয়ে উঠবে।
এ বিষয়ে ৩০ নং শাহ সাহেব লেনের দ্বায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা জানান, আব্দুল্লাহ আল মামুন (সবুজ) সাহেব এবং তার পরিবারের  সাথে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন ও রশিদ মোল্লা  বাহিনীর সদস্যরা  যা করেছে খুব অন্যায় করেছে,  এর একটা ন্যায বিচার হওয়া উচিৎ বলে আমরা মনে করি।
 এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন (সবুজ) সাংবাদিকদের জানান, আমি ফ্ল্যাটটি ক্রয় করার জন্য ডেভোলপার কোম্পানির কাছে টাকা জমা দিয়েছি যার রশিদ আমাদের পরিবারের  কাছে রয়েছে, এবং নবম তলার গ ইউনিট ফ্ল্যাটটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করি,এবং বর্তমানে এ ফ্ল্যাটটিতে আমি বসবাস করছি,
ডেভোলপার কোম্পানি আমাদের কাউকে যেহেতু রেজিষ্ট্রেশন করে দেয়নি, ফ্লাটটিতে ডেভোলপার কোম্পানি মালিক পক্ষরা আমাকে থাকতে দিয়েছে, তারা বলেছে বিদেশ থেকে এসে ফ্ল্যাটটি রেজিষ্ট্রেশন করে দিবে।
বর্তমান সরকারের আমলে এমন বর্বরতার বিচার দাবী করেছে ভুক্তভোগী পরিবার সহ ৩০ নং শাহ সাহেব লেনের আশ পাশের বাসিন্দারা।
এ ব্যাপারে আল ফালাহ ডেভোলপার কোম্পানির মালিক পক্ষের সাথে কথা হলে তারা জানান, আমরা আব্দুল্লাহ আল মামুন (সবুজ) সাহেবকে ফ্ল্যাটটির বাকি কাজ সম্পূর্ণ করে থাকতে দিয়েছি, আমরা খুব অল্প সময়ের ভিতরে দেশে এসে রেজিষ্ট্রেশন করে দিবো তাকে। ফ্ল্যাট আমাদের, এখানে অন্য কেউ গিয়ে ভাড়া চুক্তি অথবা ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বলতে পারেনা, যদি এমনটা কেউ করে থাকে  তার দায় ভাড় তাকেই বহন করবে।
এ বিষয়ে ৩০ নং শাহ সাহেব লেনের ফ্লাট  মালিক সমিতির সভাপতি মহিউদ্দিনের নাম্বারে ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি, যার কারনে তার বক্তব্য পাওয়া যায়নি।
জোর পূর্বক ফ্ল্যাট দখল এবং ভাড়া চুক্তির বিষয়ে জানতে প্রতিবেদক এবাদত হোসেন কে ফোন দিলে তিনি বলেন এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে রাজি না,  এক সময় চা খেতে আইসেন,সাংবাদিকদের সাথে আমার ভালো সম্পর্ক।
এ বিষয়ে বাবুল আক্তারের সাথে কথা হলে তিনি বলেন আগে আপনার পরিচয় পত্র এবং পত্রিকা হ্যায়ার্সএ্যাপে পাঠান তার পরে এ বিষয়ে কথা বলবো, সাংবাদিকরা পরিচয় পত্র পাঠালে তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হয়নি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।