স্টাফ রিপোর্টারঃ রাজধানীর দক্ষিণ সিটি কর্পেরেশনের গেন্ডারিয়া থানাধীন নারিন্দা ৩০ নং শাহ সাহেব লেনে জোর পূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগ উঠেছে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন ও রশিদ মল্লিক সহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে।
ঘটনার ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়,আল- ফালাহ ডেভোলপার কোম্পানির মালিক আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ এর কাছ থেকে শাহ সাহেব লেনের বাসিন্দা আকবর আলীর পুত্র লায়ন ইঙ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর সাময়িক নীড় এর ৯ তলা-ক ফ্লাটটি ক্রয় করার জন্য ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন, ৩০ নং শাহ সাহেব লেনের এই ফ্ল্যাটটি ডেভোলপার কোম্পানি অন্য মালিকের কাছে বিক্রি করার কারনে ৯ তলা-ক এর পাশে ৯ ম তলায়/গ ফ্লাটটির কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় ডেভোলপার কোম্পানির মালিক পক্ষ ৯ম তলা গ ফ্লাটটির বাকি কাজ সম্পূর্ণ করে বসবাস করতে বলেন, একই ফ্লাটের বাসিন্দা আকবর আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন (সবুজ) কে।
ডেভোলপার কোম্পানির মালিক পক্ষ দেশে এসে বাকি টাকা নিয়ে তার ফ্লাট টি রেজিষ্ট্রেশন করে দিবেন শর্তে অঙ্গিকার বদ্দ রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করে ফ্লাটের কাজ সম্পূর্ণ করে পরিবার নিয়ে বসবাস করে চলেছেন,
এদিকে আল ফালাহ ডেভোলপার কোম্পানির মালিক পক্ষের সদস্যরা বিদেশে বসবাস করার কারনে এই ফ্লাট টি নিয়ে নিত্য নতুন কোন্দল সৃষ্টি হচ্ছে।
কিন্তু বিগত ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলে, লায়ন ইঙ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর এবং তার ভাই আব্দুল্লাহ আল মামুন (সবুজ) এর ফ্ল্যাটে একদল সন্ত্রাসী নিয়ে প্রবেশ করেন ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন, রশিদ মল্লিক, ইবাদত হোসেন, মাহবুব আলম, বাবুল আক্তার, সবুজ সহ কয়েকজন সন্ত্রাসীদের সাতে নিয়ে ফ্ল্যাটে ধারালো অস্ত্র – সস্র নিয়ে প্রবেশ করেন,
ফ্ল্যাটে প্রবেশের পর্বরতি সময়ে ইঙ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর এবং তার ভাইয়ের ফ্ল্যাটের গ্যাস বিদুৎ পানি বন্ধ করে দিয়ে, তার পরিবারকে জিম্মি করে জোর পূর্বক ফ্ল্যাটটি ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে, এবং ০৫-০৮-২৪ সনে ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার শর্তে জোরপূর্বক ফ্ল্যাট মালিক সমিতির প্যাডে আব্দুল্লাহ আল মামুন (সবুজ) এবং তার পিতার সাক্ষর নিয়ে তাদের পরিবারকে বাধ্য করা হয়
এদিকে ০৫-০৮-২৪ তারিখে ফ্লাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন ও রশীদ মল্লিক ফ্লাটটির ভাড়া দাবী করেন, এবং রশীদ মল্লিকের পক্ষ নিয়ে মহিউদ্দিন এবং কয়েকজন স্থানীয় ক্যাডার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ফ্লাটটিতে প্রবেশ করেন।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন( সবুজ) সহ তার পরিবারের সকল সদস্যদের প্রান নাশের হুমকি প্রদাণ করে, জোরপূর্বক সাদা প্যাডে সাক্ষর ফ্লাটটির ভাড়া এবং ফ্ল্যাট টি ৩১-১২-২৪ তারিখের ভিতরে ছেড়ে দেওয়ার জন ভয়ভীতি প্রদান করে চলেছেন। ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন এবং রশিদ মল্লিক ও তাদের পোষা ক্যাডার বাহিনীর সদস্যরা।
যার কারনে দির্ঘদিন যাবৎ নিরাপত্তা হিনতায় ভূগছেন নারিন্দার ৩০ নং শাহ সাহেব লেনের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন সবুজের পরিবার।
প্রসঙ্গত ৫ ই আগস্টের পরবর্তি সময়ে
নারিন্দা ৩০ নং শাহ সাহেব লেনের সভাপতি মহিউদ্দিন এবং রশিদ মল্লিক ডেভোলপার কোম্পানির কেউ না হওয়ার শর্তেও এলাকার চিহ্নিত ,মো: ইবাদত হোসেন, মাহবুব আলম খোকা, মো: বাবুল আকতার,আব্দুর সালাম সুজন সহ স্থানীয় ক্যাডার বাহিনীর সদস্যরা সম্মিলিত হয়ে, আব্দুল্লাহ আল মামুন (সবুজ) এর ফ্ল্যাটটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে।
মহিউদ্দিন, আব্দুর রশিদ মোল্লা এবং তাদের সম্মিলত ক্যাডার বাহিনী সদস্যরা ৩০ নং ফ্ল্যাট মালিক সমিতির প্যাডে জোর পূর্বক আব্দুল্লাহ আল মামুন সবুজ সহ তার পরিবারের সদস্যদের সহি নিয়ে ভাড়া দাবী করে, এবং ফ্লাট ছেড়ে দেওয়ার কথা বলে জোরপূর্বক চুক্তিবদ্ধ করান!
এদিকে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন, রশিদ মল্লিক সহ অন্য অন্যরা ফ্ল্যাট ডেভোলপার কোম্পানির কেউ না হলেও কোন ক্ষমতার বলে তারা ডেভোলপার কোম্পানির দেওয়া ফ্ল্যাটে ডুকে ভাড়া চুক্তিবদ্ধ করেছেন এবং ফ্ল্যাট ছেড়ে দিতে বলার ঘটনা এখনো অদৃশ্য রয়ে গেছে।
ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি মহিউদ্দিন এবং রশিদ মল্লিক সহ তার ক্যাডার বাহিনীর কোন ক্ষমতার বলে অন্যর ফ্ল্যাট দখল নেওয়ার চেষ্টা এবং ভাড়া দাবী করে, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী।
‘সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন চুয়াডাঙ্গার সন্তান এইচ এম হাকিম’
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে দ্রুত নির্বাচন শির্ষক আলোচনা শেষে সারা বাংলাদেশ......বিস্তারিত