TadantaChitra.Com | logo

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তর্বতীকালিন সরকার দেশ চালাতে পারছে না -অরবিন্দু বেপারী

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৫, ১৫:০৫

অন্তর্বতীকালিন সরকার দেশ চালাতে পারছে না  -অরবিন্দু বেপারী

 

স্টাফ রিপোর্টারঃবাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস হল, কিন্তু গুরুত্বপূর্ণ কোন সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না।

সোমবার (৩ফেব্রুয়ারী) দুপুরে আশুলিয়ার শ্রীপুর  এ-রহমান প্লাজায় তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের  সাথে একান্ত আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন,আইন-শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি এই সরকার। দেশে প্রতিনিয়ত চাঁদাবাজি,ছিনতাই,রাহাজানি,হত্যা,চুরি,ডাকাতি বেড়েই চলেছে।  বিভিন্ন মহলের সরকারি দপ্তরে সৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে রয়েছে। ঘুষ বানিজ্য পূর্বের ন্যায় বিরাজমান।বাজার সিন্ডিকেটে বিগত স্বৈরশাসক গোষ্ঠীর অনুসারীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

সিন্ডিকেটের জন্য কৃষকের ন্যায্য ফসলের মূল্য পাচ্ছে না।কৃষকের হাহাকার আহাজারি বিরাজমান।

তিনি বলেন,বর্তমান বাজারে পন্যেসামগ্রী স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গত ছয় মাসে প্রায় ২০ লক্ষধীক মানুষের কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছেন। দিন দিন বাংলাদেশের মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে আসছে।শিল্প কলকারখানায় পরিস্থিতি বেশকিছুটা স্বাভাবিক হলেও শিল্প শ্রমিকের মনে সস্তি ফিরে আসে নি। একটি শ্রমিক মাসে যে টাকা বেতন পায় তাতে একটি পরিবার চলা সম্ভব না।

দেশের প্রতিটি মানুষ ঋণগ্রস্ত হয়ে পরছে প্রতিনিয়ত। এজন্য সরকারের উচিৎ হবে শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষকে প্রতি মাসে ৮ হাজার টাকা সহায়তা করা।

এসময় তিনিনবলেন,শ্রমিক ও ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের সাফল্য এনেছে বটে। জুলাই অভ্যুত্থানের শ্রমিকদের বড় অবদান আছে কিন্তু শ্রমিকদে স্বীকৃতি এখনো মেলেনি। দেশে এখনো বৈষম্য কমেনি।অন্তর্বতীকালিন সরকারের দায়িত্ব প্রয়োজনীয় সংষ্কার করে অতি সত্তর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা।

অনির্বাচিত সরকার দিয়ে কখনো সুষ্ঠ ও পরিপূর্ণ ভাবে দেশ চালানো সম্ভব না বলেও জানান অরবিন্দু বেপারী বিন্দু।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।