শিবচর থানায় বাদী সুষ্ঠু তদন্ত না পেলেও,আসামিরা পুলিশের সাহায্য পাচ্ছে

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

শিবচর থানার নারী নির্যাতন মামলা নং ০৬ ধারা নারী নির্যাতন দফা আইন ৭ / ৩০ ধারা মামলাটির গটনা : গত ইং ৯ /২ /১৯ তারিক সকাল আনুমানিক ৯ ঘটিকায়র সময় বাদী মোহাম্মদ জাহাঙ্গীর চোকদারের মেয়ে সুমনা আক্তার (১৫) কে অসৎ উদ্দেশ্য বাদীর বাড়ির সামনে রাস্তার উপর দিয়ে আসামি রবিন হাওলাদার এজাহারে বর্নিত অন্য অন্য আসামীদের নিয়ে মাইক্রোবাস নিয়ে সুমনা কে অপহরণ করেন।এব্যাপারে প্রথমে মাদারীপুর বিজ্ঞ নারী শিশু আদালতে প্রিটিশন মামলা হয়।পরে শিবচর থানায় উল্লিখিত মামলা রুজু হয় মামলার তদন্তকারী অফিসার ভিকটিম সুমনা (১৩) কে উদ্ধার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন,আসামি রবিন হাওলাদার পলাতক,
জানা যায় যে মামলার বাদী জাহাঙ্গীর চোকদার তাহার স্ত্রী এসমতারা বেগম এর দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।এখন মামলা তদন্তে সহযোগিতা করার জন্য বাদীর চাচাতো ভাই আজিজুল চোকদার এগিয়ে গেলে মামলার তদন্তকারী অফিসার শিবচর থানার এস আই মাজাহারুল আজিজুল কে হুমকি ধামকি দিয়া মামলার আপস হওয়ার পরামর্শ প্রদান করেন।তদন্তকারী অফিসার এস আই মাজাহারুল কে জিজ্ঞাসাবাদে হুমকি ধামকির কথা অসিকার করেন।প্রথম থেকেই মামলার তদন্তে,বাদী বিচার পাওয়ার ও শুদ্য হওয়ার ব্যাপারে সন্দেহ হাওয়ায় বাদী জেলে জাওয়ার পূবেই মামলার তদন্তকারী অফিসার পরিবর্তনের জন্য পুলিশ সুপার মাদারীপুর বরাবর আবেদন করিয়াছেন।এলাকার গণ্যমান্য লোকজনদের সহ বাদীর ভাই আত্তীয় সজনদের নিকট থেকে জানাযায় মামলার সুখ্য তদন্তের স্বার্থে মামলাটির তদন্ত ভার সি,আই,ডি গোয়েন্দা বিভাগ অথবা পি,বি আই কর্তৃক তদন্ত করানো সহায়তা চান।বাদীর লোকজন আরও জানায় মামলার বাদী মামলার তদন্তে সুবিদা না পেয়ে তদন্তকারী অফিসার উল্টো আসামিরা সাহায্য সজগীতা পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন...