স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ইসলামপুরে আলম ফব্রিক্স নামিও কাপড়ের ব্যবসায়ী
আলম আকন্দকে সমাজের মানুষের কাছে হেন্তা করার লক্ষে, এক শ্রেনীর কতিপয় ব্যক্তি উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়,পদ্না উত্তর থানার যশোলদিয়ার একটি স্কুলের ম্যানিজিং কমিটির পদ পদবী নিয়ে পক্ষ পাতিত্বের সৃষ্টি হয়, এর জের ধরে মুন্সিগঞ্জ জেলার পদ্না উত্তর থানা এলাকার আব্দুর রহিমের পুত্র আব্দুস সালাম সহ কয়েকজন ক্ষমতা লোভী ব্যক্তি মুন্সীগঞ্জ জেলার পদ্না উত্তর থানার যশোলদিয়া গ্রামের মৃত শফি উদ্দিন এর পুত্র রাজধানীর ইসলামপুরের কাপড় ব্যবসায়ী আলম আকন্দের নামে বিভিন্ন মিথ্যা মনগড়া তথ্য দিয়ে দুদকে অভিযোগ এবং সাংবাদিকদের মাঝে পাঠিয়ে কতিপয় ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের লক্ষে মন গড়া তথ্য প্রদান করে বিভান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে টপ নিউজ সহ কয়েকটি আন্ডারগ্রাউন্ডের অনলাইন প্রোর্টালে আলম আকন্দকে নিয়ে ভূয়া তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করে চলেছেন, এতে করে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সচ্চ রাজনৈতিক ব্যক্তি আলম আকন্দ হয়রানীর শিকার হচ্ছেন।
এ বিষয়ে রাজধানীর ইসলামপুরের কাপড় ব্যবসায়ী আলম আকন্দ বলেন, আমাকে নিয়ে যে সমস্ত সংবাদ প্রকাশ করেছে সব ভিত্তিহীন যার কেন প্রমানিক দলীল কেউ দিতে পাড়বেনা।
আমি সকলের সামনে থেকেই সরকারকে ভ্যাট টেক্স দিয়ে বৈধ পথে ব্যবস্যা পরিচালনা কডে চলেছি, আর আমার বিভিন্ন জায়গাতে বাড়ি গা্রড়ি বিষয়টিও একপ্রকার কাল্পনিক গল্প সাজিয়ে সাংবাদিক বন্ধুরা সংবাদ প্রকাশ করেছে, এ সংবাদের আমি নিন্দা জানাচ্ছি, এবং সেই সাথে সাংবাদিক বন্ধুদের সঠিক সংবাদটি প্রকাশ করার জন্য বনীত ভাবে আহ্বান জানাচ্ছি।
‘ডিপিডিসির প্রকৌশলী আব্দুর রাজ্জাকের কাছে সুবিধা না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি।’
স্টাফ রিপোর্টারঃ গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের......বিস্তারিত