TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আমার দেশের হায়না শকুন

প্রকাশিত : মার্চ ২৫, ২০২৫, ২৩:২৫

আমার দেশের হায়না শকুন

আমার দেশের হায়না শকুন

সার্জেন্ট(অবঃ)আব্দুল মতিন মল্লিক,

 

আমার দেশের হায়না শকুন
তাজা গরু খোঁজে,
ছাএ সমন্বয়ক মিছিল করে
প্রতি দিন রোজে,

কোথায় থেকে টাকা আসে
বুঝার নাই বাকী,
ত্রানের টাকা মেরে দিয়ে কেনো
গরীবকে দিলে ফাঁকী,

কথায় তাদের মিষ্টি মধুর বানী
গ্রাম অচিন পুর,
অভিনয়ে অনেক পাঁকা তারা
মিলায় নানা সুর,

ক্ষমতার লোভে পাগল পাড়া
রাস্তা অনেক দুর,
গন অধিকার পরিষদের প্রধান
হলো সাবেক ভিপি নুর,

কোটা সংস্কারে জেল খেটেছে
সবার আছে জানা,
মাঝে মাঝে নানা ইসু নিয়ে তারা
সরকারকে দেয় হানা,

নাগরিক পাটি ক্ষমতার যেতে
করে মিথ্যাচার,
নির্বাচন টা হয়ে গেলে তোমরা
পাবে নাতো পার,

তোমাদের জন্য দেশের দুর গতি
সবাই জেনে গেছে,
লেখা পড়া করো কোথায় তোমরা
রাস্তায় নাকি মেসে,

দিন রাত করো মিছিল মিটিং
কলেজ করো কখন,
সচিব আছে অফিস আদালতে
ঘুমাও কেনো এখন,

সবাই বলে দেশের কথা ভাই
জনগনকে রাখবে সুখে,
কাজের বেলায় ঠনঠনাঠন
কথার বেলায় মুখে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।