TadantaChitra.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ধ্বংসস্তূপের মাঝে নামাজ: ঈদের দিনেও ইসরায়েলি হামলায় ৬৪ জন নিহত

প্রকাশিত : মার্চ ৩১, ২০২৫, ১০:৩৩

ধ্বংসস্তূপের মাঝে নামাজ: ঈদের দিনেও ইসরায়েলি হামলায় ৬৪ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় পবিত্র ঈদুল ফিতরের দিন আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এই হামলায় নিহতদের মধ্যে অনেকেই গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

এছাড়া, গাজার রাফাহ এলাকায় এক সপ্তাহ আগে গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি গোলাবর্ষণের পর প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) আটজন চিকিৎসক, পাঁচজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং জাতিসংঘের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৫০ হাজার ২৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৯৫ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, নিহতের সংখ্যা আরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে।

এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল ফিতরের প্রথম দিন গাজা উপত্যকায় সাধারণত উৎসবের পরিবেশ থাকলেও এ বছর পরিস্থিতি একেবারে ভিন্ন। ইসরায়েলি হামলার মধ্যে গাজার মানুষের আনন্দ উধাও হয়ে গেছে। বোমার বিস্ফোরণ এবং কামানের গোলার শব্দের মাঝে ফিলিস্তিনিরা তাদের বেঁচে থাকার জন্য চিৎকার করছে।

গাজার মধ্যাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি লোক আহত হয়েছে, এবং এই দিনটি গাজার মানুষের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

টিএম


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।