TadantaChitra.Com | logo

২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন মৌসুম, নতুন ক্লাব? কী ভাবছেন হামজা চৌধুরী

প্রকাশিত : জুন ২৫, ২০২৫, ১৬:০৮

নতুন মৌসুম, নতুন ক্লাব? কী ভাবছেন হামজা চৌধুরী

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বাড়ছে আগ্রহ। ইংলিশ ফুটবলে পরিচিত এই মিডফিল্ডার গত মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামেন। এরপর জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল।

এ মুহূর্তে জাতীয় দলের কোনো সূচি না থাকায় হামজার পুরো মনোযোগ নতুন মৌসুমকে ঘিরে। সম্ভাব্য ক্লাব পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে, আর ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়েছে আলোচনার নতুন ধারা। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে যেমন তিনি নজর কেড়েছেন মাঠে, তেমনি ক্লাব ক্যারিয়ারেও বাড়ছে সম্ভাবনার দিগন্ত।

হামজার পেশাদার ক্যারিয়ার শুরু হয় লেস্টার সিটির একাডেমিতে। ২০১৭ সালে অভিষেকের পর ক্লাবটির হয়ে ১০০’র বেশি ম্যাচ খেলে ফেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টার ছাড়াও ধারে খেলেছেন বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডের হয়ে। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমে ধারে খেলেন শেফিল্ড ইউনাইটেডে, যারা চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়ে শেষ পর্যন্ত প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে উঠতে ব্যর্থ হয়।

ধারের মেয়াদ শেষে হামজা আবারও ফিরছেন তার মূল ক্লাব লেস্টার সিটিতে। যেখানে তার সঙ্গে এখনও দুই বছরের চুক্তি বাকি। তবে লেস্টারের প্রিমিয়ার লিগ থেকে অবনমন এবং সম্ভাব্য স্কোয়াড পুনর্গঠনের কারণে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই সুযোগেই নাম উঠে এসেছে গ্রিসের জায়ান্ট অলিম্পিয়াকোসের। দেশটির শীর্ষ ক্রীড়া গণমাধ্যম স্পোর্টস এফএস জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের গ্রিক চ্যাম্পিয়নরা হামজাকে দলে নিতে আগ্রহী।

অলিম্পিয়াকোসে গেলে হামজা খেলতে পারবেন উয়েফা চ্যাম্পিয়নস লিগে—যা হবে একজন বাংলাদেশি ফুটবলারের জন্য ঐতিহাসিক মাইলফলক। যদিও এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে সম্ভাবনার জোরালো বাতাস বইছে ইউরোপের ফুটবল অঙ্গনে।

এখন প্রশ্ন একটাই—হামজা কি থেকে যাবেন লেস্টারে এবং দলকে পুনরায় প্রিমিয়ার লিগে তুলবেন, নাকি গ্রীসে পাড়ি জমিয়ে নতুন চ্যালেঞ্জে নেমে পড়বেন?

বাংলাদেশের ফুটবলের জন্য এই মুহূর্তটা নিঃসন্দেহে এক বিশেষ অধ্যায়। ইউরোপের বড় মঞ্চে যদি হামজাকে দেখা যায়, তাহলে সেটি হয়ে থাকবে দেশের ফুটবল ইতিহাসের এক গৌরবময় মুহূর্ত।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।