TadantaChitra.Com | logo

২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

একজন সংবাদ কর্মি তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই দিক গুলো বিবেচনায় রাখলে সঠিক এবং নির্ভূলভাবে সংবাদটি পাঠকের মাঝে ফুটিয়ে তুলতে পারেন ।

প্রকাশিত : জুন ২৫, ২০২৫, ১৮:০৮

একজন সংবাদ কর্মি তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই দিক গুলো বিবেচনায় রাখলে সঠিক এবং নির্ভূলভাবে সংবাদটি পাঠকের মাঝে ফুটিয়ে তুলতে পারেন ।

প্রথমতো , সংশ্লেষ্ঠ ঘটনার সত্যতা যাচাই করা জরুরি, ঘটনার বিবরণ, স্থান, কাল, এবং এতে জড়িত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য যতোটা পাড়া যায় তা সংগ্রহ করতে হবে।বস্তু নিষ্ঠ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করা অতি জরুরী বলে আমি মনে করি।
আপনি যে বিষয় সম্পর্কে সংবাদ সংগ্রহ করতে গিয়েছেন সে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে, কিভাবে ঘটলো, কেন ঘটলো, এবং এর পেছনের কারণগুলো সম্পর্কে সু- স্পষ্টভাবে বিবরণ তুলে ধরার চেষ্টা থাকতে হবে । এ ঘটনার শিকার ব্যক্তি বা ব্যক্তিদের বক্তব্যও তুলে ধরতে পারেন,
সংস্লেষ্ঠ ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষদর্শী,যেমন পুলিশ,বিজিবি, বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সাথে যদি পারেন কথা বলে তথ্য সংগ্রহ করতে হবে।যদি তা সম্ভব না হয় সে ক্ষেত্রে সরকারি বিভিন্ন ওয়েবসাইট, যেমন – পুলিশ, বিজিবি সহ অন্যন্য বিভাগের ওয়েবসাইট থেকেও তথ্য পাওয়া যেতে পারে।
এ ঘটনার প্রেক্ষাপট, এটি কোন ধরনের অপরাধ, এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা, ইত্যাদি তথ্যও তুলে ধরা যেতে পারে,
আপনি যে বিষয় নিয়ে সংবাদের তথ্য সংগ্রহ করবেন সে বিষয়ে কিছু কিছু ক্ষেত্রে ঘটনার ছবি ও ভিডিও থাকলে তা প্রতিবেদনের সাথে যুক্ত করা যেতে পারে। তবে, ছবি ও ভিডিও সংগ্রহের ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখাটা অতি জরুরী বলে আমি মনে করি।
ঘটনার সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক আইন ও ধারা উল্লেখ করা যেতে পারে,
প্রতিটি নিউজ করার সময় নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অতি জরুরি। কোনো পক্ষ বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করে সংবাদ প্রকাশ উচিত নয়। ঘটনার শিকার ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা উচিত।
সহজ ও স্পষ্ট ভাষায় প্রতিবেদন লিখার মন মানুষিকতা থাকতে হবে, যাতে সাধারণ মানুষও তা বুঝতে পারে।
ঘটনার পরপরই যত দ্রুত সম্ভব প্রতিবেদন প্রকাশ করা উচিত, যাতে মানুষ সময়মতো ঘটনা সম্পর্কে জানতে পারে।
প্রতিবেদন তৈরি করার সময় এই বিষয়গুলি মনে রাখলে, একজন সাংবাদিক বা সংবাদ কর্মি সঠিকভাবে এবং নির্ভরযোগ্যভাবে একটি নিউজ তৈরি করতে পারবেন বলে আশা করি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।