সরকারি জমিতে পাঁচতলা ভবন হয়,গরীবের কবর দেয়ার জায়গা হয়না

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

 

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভার ঈদগাহ সংলগ্ন নতুন কবরস্থান নির্মানের দাবীতে মানববন্ধনে বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা মো কবির ফকির এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদের সামনে পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খানের কাছে স্মরকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমতলী বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জহিরুল ইসলাম. উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ মো. তারিকুল ইসলাম টারজন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মঈনুদ্দিন মামুন প্রমুখ।

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনের পৌরসভার তিন শতাধিক জনসাধারন অংশগ্রহন করেন।

  1. এসময় মানববন্ধনে বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,আমতলী পৌরসভায় হত দরিদ্র মানুষের জন্য কবর দেয়ার মাটি হয়না কিন্তু ফ্যাসিস্টের সরকারি জমিতে পাঁচতলা ভবন হয়।তিনি আরোও বলেন, দ্রুত সময়ের মধ্যে আমতলী পৌরসভা ভবনের পশ্চিম পাশে সরকারী জমিতে নতুন কবর স্থান নির্মানের জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন...