লাকসামে এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

শরীফুর রহমান বাহার‍ঃ কুমিল্লা লাকসাম মুদাফরগঞ্জ রোডে নোয়াপাড়া তিন রাস্তার মোড় নামক স্থানে ছিনতাইকারীর চাপাতির আঘাতে মনির হোসেন নামে ৪২ এক এক সিএনজি চালক নিহত হয়েছেন শুক্রবার রাত ৯ ঘটিকার সময় এই ঘটনা ঘটে তিন সন্তানের জনক মনির হোসেন লালমাই উপজেলার বাকই ইউনিয়নের কসরাইশ গ্রামের মৃত নুরুল হকের পালিত পুত্র এই ঘটনায় এই ছিনতাইকারীকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন...