ভোলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ২ দিন আগে

মো: ফয়জুল বারী রুবেল:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস, হৃদযন্ত্র, লিভার ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে ধনিয়া ইউনিয়নের তুলাতলি বাজার জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক,নাজিউর রহমান কলেজের অধ্যাপ হেলাল উদ্দিন,ধনিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফেরদৌস বাহাদুর,উপজেলা যুবদল সদস্য সচিব বিল্লাল হোসেন,সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিব হাওলাদার,যুবদল নেতা আল আমিন হাওলাদার,মিঠু গোলদার,মোশারফ,জামাল,রিপন কাজী এবং আরো বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে, দল-মত নির্বিশেষে শারীরিক অবস্থার উন্নতি কামনায় সকল মুসল্লী ও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান করেন।

সংবাদটি শেয়ার করুন...

  • এনামুল হক
  • এভারকেয়ার হাসপাতাল
  • খালেদা জিয়ার অসুস্থতা
  • খালেদা জিয়ার চিকিৎসা
  • খালেদা জিয়ার রোগমুক্তি
  • দোয়া অনুষ্ঠান
  • দোয়া মাহফিল
  • ধনিয়া ইউনিয়ন যুবদল
  • বাংলাদেশ রাজনীতি
  • বিএনপি
  • বিএনপি নিউজ
  • বিল্লাল হোসেন
  • বেগম খালেদা জিয়া
  • ভোলা
  • ভোলা জেলা বিএনপি
  • যুবদল
  • রাজনৈতিক সংবাদ
  • লন্ডনে নেওয়ার প্রস্তুতি