TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুমি ইসলামের কবিতাগুচ্ছ (পর্ব-১)

প্রকাশিত : এপ্রিল ২৪, ২০১৯, ০৫:৪৪

সুমি ইসলামের কবিতাগুচ্ছ (পর্ব-১)

খুঁজে পাই তোমাকে…

খুঁজে পাই তোমাকে ভোরের শিশির বিন্দুতে …..

খুঁজে পাই তোমাকে আমার ক্লান্ত দুপুরে

খুঁজে পাই তোমাকে আমার বিষন্ন বিকেলে

খুঁজে পাই তোমাকে আমার আঁধার রাতে নীলিমাতে

খুঁজে পাই তোমাকে আমার একলা চলার মাঝে

খুঁজে পাই তোমাকে বৃষ্টির প্রতিটা ফোটাতে

খুঁজে পাই তোমাকে আমার নিস্তব্ধতার মাঝে

খুঁজে পাই তোমাকে আমার কান্নার জলে

খুঁজে পাই তোমাকে আমার জমে থাকা কথার ভীরে।

………………………………………

নির্ঘূুম রাত….

আরো একটা নির্ঘুম রাত কেটে গেলো

একটা? দুইটা? তিনটা? ঠিক মনে নেই

কতগুলো রাত এভাবে নির্ঘুম কাটল।

বেলকুনিতে দাঁড়িয়ে প্রতিদিন দেখি ওদের,

ল্যাম্পপোষ্টকে একা দাঁড়িয়ে থেকে আলো দেওয়া

কুকুরের আর্তনাদ, আকাশ থেকে খসে পরা তারা,

আর পাহারাদারের বাঁশির হুইসেল আর হুশিয়ার,

হুশিয়ার করে সাবধানতার হুংকার শুনি।

ভোর হতেই শুনি ঘুম জাগানো পাখিটির

মিষ্টি কন্ঠের গান

এভাবেই কেটে যায় সময়

কাটিয়ে দেই নির্ঘুম রাত।

লেখা হয়েছে…৬/৪/২০১৯

……………………..

তুমি আলোতে, তাই আমি অন্ধকারে….

তুমি আলোতে, তাই আমি অন্ধকারে,

তোমার আলোয় আমি আলোকিত হয় প্রতিনিয়ত।

তোমার আলোর ঝলকানিতে

আমার আঁধার ঘর রোজ

রঙিন আলোয় সজ্জিত হয় ।

লেখা হয়েছে…৭.৪.২০১৯

……………………………………….

বারবার আমি তোমাকে জেতাতে চেয়েছি…..

বারবার আমি তোমাকে জেতাতে চেয়েছি,

জেতানোর জন্য লড়াই করেছি

আর তুমি শুধু চেয়েছো বাঁচতে ।

অনেকেই তোমাকে নানা রকম প্রলোভন দেখিয়েছে

রঙিন স্বপ্নে ভরিয়েছে মন, দেখিয়েছে বা‍ঁচানোর স্বপ্ন

তারা রঙিন ফানুস উড়িয়েছে তোমার সামনে

তারা তোমায় বাঁচাতে এসেছিল,

তারা তোমাকে বাঁচাতে পেরেছে

কিন্তু জেতাতে পারেনি কখনও।

আমি তাকে জেতাতে চেয়েছিলাম বারবার ,

কিন্তু বাঁচাতে পারিনি।

আমিও উন্মুখ হয়ে বসে ছিলাম

তোমাকে জিতিয়ে নিজে জিতে যাবার জন্য,

কিন্তু- তুমি আমায় বাচাঁতে পেরেছে

জেতাতে পারেনি কখনও।

তুমি নিজে বেঁচেছো কিন্তু

তাদের কাছে হাড়িয়ে দিয়েছো আমায় ।

লেখা…৯.৪.২০১৯

………………………………..

মধ্যরাতের কাব্য……

এখন মধ্যরাত,

ঘড়ির কাটায় ঢং ঢং করে দুইটা ঘন্টা বেজে উঠল, ঠিক ২টা বাজে

একটা ট্রেন যাচ্ছে, দূর থেকে র্ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি,

প্রতিদিনই এই ট্রেনের হুইসেল শুনতে পাই

প্রতিদিই সে এই সময়ে তার গন্তব্যর উদ্দেশ্যে প্লাটফর্ম ছেড়ে যায়,

আজ খুব ইচ্ছে করছে এই ট্রেনে চেপে

দুরে বহু দুরে নাম না জানা কোন ছোট্ট অচেনা শহরে চলে যাই,

যেখানে নেই কোন কান্না, নেই হতাশা, নেই দু:খ

আছে শুধু অপারাজিতা নীল, ঘাস ফড়িং, প্রজাপতি ছোট্ট চড়ুই

নদীর নীরব বয়ে চলার কলতান, আর খোলা আকাশ

তুমি যাবে আমার সাথে???

তোমায় আমি নিয়ে যাবো ঐ নাম না জানা ছোট্ট গাঁয়ে,

সারাদিন মাঠের ফসল আর আকাশের সাথে করবো মিতালি

সন্ধ্যা হলে তরুলতা বিছিয়ে বিশ্রাম নেবো দুজনে,

বড্ড ক্লান্ত লাগলে তোমার ঘাড়ে মাথা রেখে কিছুক্ষন জিরিয়ে নেবো

চাঁদের আলোয় মুখোমুখি বসে তাকিয়ে রবো চোখের পানে

তুমি আমায় আলতো করে করবে আলিঙ্গন,

শিহরিত হয়ে তোমার বুকের ঠিক মাধ্যখানে নেবো ঠাঁই

টিয়ে রঙের পাতা দিয়ে শাড়ি

আর শিউলি ফুলের গয়নাতে সাজাবে আমায়,

তোমার মনের মতন করে,

লতা ফুল দিয়ে মালা বানিয়ে পরাবে আমার পায়ে,

বেলি ফুলের মালা গেঁথে সাজাবে আমার খোঁপায়,

রক্তজবার আলতা দিয়ে রাঙাবে আমার পা

এতেই আমার সুখ এতেই আমার বেঁচে থাকা।

……………………………….

দুঃখ,,,,,,,,,,

আমি সারাজিবন দুঃখের সাথে করি বসবাস

দুঃখ কিনি

দুঃখ বেঁচি

দুঃখ দিয়ে জীবন সাজাই

দুঃখ নিয়ে ঘুমাই

দুঃখ নিয়ে হাসি

দুঃখ নিয়েই চলি

দুঃখ আমার জীবন সাথী

দুঃখই আমার অতি আপন।

দুঃখ গুলো আমার আলোকিত ঘর কে

আমাবশ্যার অন্ধকারে ঢেকে রাখে সর্বক্ষন

আমি খাতা ভরে দুঃখ কে রচনা করি

আমি দুঃখ কে করি পাঠ

আমি দুঃখ কে গায়ে মাখি

দুঃখেই করি আলিঙ্গন।

…আমার যত কথা…

২১.৪.২০১৯

…………………

অনিয়ম,,,,

মাঝে মাঝে এ মনটায় বড্ড ইচ্ছে করে

নিয়মের বেড়াজাল ভেঙ্গে

অনিয়মের সাথে সখ্যতা গড়ে তুলতে

সে অনিয়মকেই দিতে চায় সঙ্গ।

মাঝে মাঝে নিয়মের শৃঙ্খলাকে উপড়ে ফেলে

অনিয়মের দোলায় দুলতে চায় এ মন

সকল নিয়ম কে পায়ে দলে

এ মন শুধুই অনিয়মের ভেলায় ভাসতে চায়

হোক না কোন ক্ষতি বা বদনাম

অনিয়মকেই সাথে নিয়ে সে তার সবটুকু

সময় কাটাতে চায়।

..আমার যত কথা…..

২২/৪/২০১৮

…………………….

আমার একার শহর,,,,

যে শহরের পুরোটা অলি গলি

জুড়েই অন্ধকার,

সে শহরটা আমার একার,

সেই শহরের প্রতিটা রাস্তায় আমার পদচারনা

সেই শহরে একার দীর্ঘশ্বাস

বোবা কান্না,

একাকিত্বের আর্তনাদ

বেদনার হাহাকার

সেই শহরটা আমার একার, শুধুই আমার

এই শহরের রাস্তার পাশে দাড়িয়ে থাকা

ল্যাম্পপোষ্ট গুলো স্বাক্ষী

এই শহরের অট্টালিকা গুলো স্বাক্ষী

আর স্বাক্ষী নিশাচর পাখিগুলো

প্রতিরাতে এই ঘুমন্ত শহরে

আমি কথা বলি নিকষকালো অন্ধকারের সাথে

কথা বলি রাস্তার পাশে দাড়িয়ে থাকা ল্যাম্পপোষ্ট গুলোর সাথে

কথা বলি এই শহরের ভদ্রবাবুদের

তৈরী করা নিশিকন্যাদের সাথে

কথা বলি পুরোটা রাত জেগে থেকে পাহাড়া

দেওয়া কুকুর গুলোর সাথে,

অন্ধকার ঘিরে থাকা শহরটা প্রতিরাতে যন্ত্রনায় ছটফট করতে থাকে

নিরবে শহরটা চোখের জ্বল ফেলে

এই কান্নারত শহরটাকে কেউ দেখেনা

এই অন্ধকারের শহরটার কান্না কেউ শোনেনা

তাই দিনের ঝলমলিয়ে আলোর শহরটা তোমাদের

আর আন্ধকারে মোড়া শহরটা না হয় আমার একার শহর হয়ে থাক।

যে শহরের পুরোটা অলি গলি

জুড়েই অন্ধকার,

সে শহরটা না হয় আমার একার হয়েই থাক।

..আমার যত কথা..

২২/৪/২০১৯

……………….

জোৎস্নাস্নাত রাতে ভালোবাসার অপমৃত্যু 

আমি আধারের ঘোড়ায় চেপে

স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি

অমাবশ্যাকে দেখেছি ভরা পূর্নিমাকে এক ঢোকে গিলে খেতে

স্বার্থের কারনে কাছের মানুষকে একে একে দূরে সরে যেতে দেখেছি ,

গোলাপ কে দেখেছি অবহেলাতে ঝড়ে যেতে

চাঁদকে দেখেছি ধীরে ধীরে বিবর্ণ হয়ে যেতে

সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়,

ভালোবাসা ভালোবাসত শেখায়,

কিন্তু আামি সেই ভালবাসাকে একা

গভির রাতে কাঁদতে দেখেছি,

দেখছি জোৎস্নাস্নাত রাতে ভালোবাসার অপমৃত্যু।

লেখা…..২৩/৪/২০১৯


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।