TadantaChitra.Com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈর বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তি!

প্রকাশিত : এপ্রিল ২৯, ২০১৯, ১৭:৪৫

কালিয়াকৈর বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তি!

আমির হোসেন: গত দুই মাস যাবত কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকায় বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। শীত না যেতেই গরমের শুরুতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা এই এলাকাটিতে। এলাকাবাসীর অভিযোগ এখন তাদের সন্তানদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে কিন্তু বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। তাছাড়া বিদ্যুৎ না থাকায় বাসা বাড়িতে পানির সংকটেও পড়তে হয় হরহামেশাই।কারন,বেশির ভাগ বাড়িতেই ভূপৃষ্ঠ থেকে পানি উঠানোর জন্য বৈদ্যুতিক পানির পাম্প ব্যবহার করা হয়। উক্ত এলাকাটিতে চার পাঁচটি বেসরকারি স্কুল ও কলেজ সহ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি সরকারি উচ্চ বিদ্যালয় আছে, প্রতিদিনই বিদ্যুৎ সংকটের কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের গরমের ভিতর চরম কষ্ট করে পড়াশোনা করতে হয়।তাছাড়া ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর কাজ বন্ধ হয়ে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গার্মেন্টস মালিকেরা। এমত অবস্থায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়ে ২৮ এপ্রিল রবিবার সকাল ১০টার দিকে পল্লি বিদ্যুৎ মৌচাক জোনাল অফিস-১ এ উপস্থিত হয়ে,ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ ফাখরুল ইসলামের কাছে বিদ্যুৎ সংকটের কারনে এলাকাবাসী নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ আবুল হাসেম (সাবেক যুগ্ন আহবায়ক কালিয়াকৈর উপজেলা যুবলীগ), রফিকুল ইসলাম (দলিল লেখক), ইসমত আরা সাবেক মহিলা মেম্বর( ৭,৮,৯ নং ওয়ার্ড মৌচাক ইউনিয়ন ), লাল মিয়া ( যুবলীগ সদস্য কালিয়াকৈর থানা),সাত্তার হোসেন( বিশিষ্ট সমাজসেবক), এম এ কাইয়ুম (সাবেক যুগ্ন সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ কালিয়াকৈর),মোহাম্মদ আরিফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগ) সহ গন্যমান্য ব্যক্তিবর্গ গন। উপস্থিত সকলের অভিযোগ শোনার পর মোহাম্মদ ফাখরুল ইসলাম বলেন, আমার জোনে আমাদের পক্ষ থেকে এই বিদ্যুৎ সংকটের সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি, আমি মৌচাক জোনাল অফিস-১ এ কার্যক্রম শুরু করার পর থেকে যখনই কোন জায়গায় বিদ্যুতের সমস্যা শুনতে পাই, ঘটনাস্থানে নিজে উপস্থিত থেকে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। আপনারা আপনাদের এলাকার বিদ্যুৎ সংকটের বিষয়ে সকল সমস্যা গুলোর লিখিত আকারে অভিযোগ দিলে আমি আমাদের হেড অফিসে উপরস্থ কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো এবং যত দ্রুত সম্ভব হয় উক্ত সমস্যা গুলোর সমাধানের চেষ্টা করবো।তাছাড়া কোথায়ও কোন অনিয়ম দেখলে আমাকে সাথে সাথে জানাবেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।