গোপিনাথপুর ইউপি পরিষদের চেয়ারম্যানের কারনে অসস্তিতে ইউনিয়ন বাসী

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

মোঃ ফয়সাল আহমেদ রাজ: গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর বিরুদ্ধে নয়জন নির্বাচিত মেম্বার অনাস্থাপত্র দিয়েছেন। গত বুধবার (২৬ মে) ওই নয়জন মেম্বার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে লিখিতভাবে অনাস্থাপত্র দিয়েছেন গোপালগঞ্জের ডিডিএলজি কালাচাঁদ সিংহের কাছে। ডিডিএলজি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, নয়জন মেম্বারের স্বাক্ষর করা অনাস্থাপত্র পেয়েছি। চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা জানিয়েছেন মেম্বাররা।
অভিযোগ মোতাবেক জানা গেছে, চেয়ারম্যান শরীফ আমিনুল জন্ম সনদ ও মৃত্যু সনদ বাবদ ৫০০-৮০০ টাকা গ্রহণ করেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করে নেন। চেয়ারম্যান গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে ঘর তুলে ভাড়া দিয়েছেন এবং মূল্যবান গাছ কেটে বিক্রিও করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুয়া বিল-ভাউচার করে সরকারি প্রকল্প থেকে লাখ লাখ টাকা হাতিয়েছেন তিনি।
এছাড়াও তিনি পুনর্বাসনের ঘর দেওয়ার কথা বলে বিশ থেকে ত্রিশ হাজার টাকা করে নিয়েছেন। টাকা নিয়ে অনেককে ঘর দেননি বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এলাকার ভুক্তভোগীরা জানান চেয়ারম্যান মহাদয় বিভিন্ন উন্নয়ন ও সেবা প্রদান করার কথা বলে আমাদের কাছ থেকে অর্থ নেন।কিন্তু দুক্ষের কথা টাকা নিয়ে আমাদের কোন সেবা প্রদান করেন নি বরং উর্ধতন কতৃপক্ষ আমাদের জন্য যে সেবা গুলো প্রদান করেছেন চেয়ারম্যান আমাদের সে সেবা প্রদান করেন নি।তারা আরো বলেন আমাদের জন্য পাঠানো সেবা সামগ্রী গুলো কোথায় জানতে চাই।

সংবাদটি শেয়ার করুন...

  • চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থাপত্র