
শারমিন শান্তা: প্রবাসীর স্ত্রীর ও নামীদামি নারীর ইমো অ্যাকাউন্ট মিরর কপি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। অর্থাৎ প্রতারকরা নিজের মোবাইলের ইমো অ্যাপসে বিভিন্ন নারীর মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলে। পরবর্তীতে নারীর মোবাইলে এসএমএস যাওয়া ভেরিফিকেশন কোডটিও কৌশলে নিয়ে নেয়। ফলে ওই নারীর সঙ্গে যতজনই ইমোতে এসএমএস আদান-প্রদান করেন, এর সবই হুবহু নিজের মোবাইলে দেখতে পায় প্রতারকরা। সম্প্রতি এমন কয়েকজন নারীর ইমো নাম্বার হ্যাক করেছে প্রতারক এই চক্রটি। জানা গেছে, রাজধানীতে এক কন্ঠশিল্পীর স্বামী ওমরাহ হজ্জ্ব করতে সৌদি রয়েছে। প্রতারক চক্র এ সুযোগটি কাছে লাগিয়ে আরেক নারীর ফোন নাম্বার দিয়ে ইমো খুলে এই কণ্ঠশিল্পীর সাথে তার স্বামী পরিচয় দিয়ে ইমোতে চ্যাটিং করে। এরপর তার মোবাইলে একটি ইমো কোড এসএমএস আসলে সেই নারীকে বলে কোডটি তাকে দিতে যথারীতি নারীও তার স্বামী ভেবে কোডটি দেয় এই প্রতারককে। কিছুক্ষন পর দেখে তার ইমো লকআউট হয়ে গেছে। ঠিক তার কিছুক্ষন পরে যে ইমো নাম্বার থেকে কথা বলা হয়েছে সেই নাম্বারে ফোন করে জানা যায়, সেই নাম্বারটিও হ্যাক করেছে প্রতারক এ চক্রটি। নাম্বারটির প্রকৃত মালিক জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে এবং ডিবিতে সব তথ্য দেওয়া হয়েছে।
বিভিন্ন তথ্যমতে, এই চক্রটি ইমোর মিরর কপির মাধ্যমে নারীদের প্রায় ১৫ হাজার খোলামেলা ছবি সংগ্রহ করে। ওই ছবি দেখিয়ে ছয় শতাধিক নারীকে জিম্মি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
