TadantaChitra.Com | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এক দিন না একদিন তারেক এর শাস্তি কার্যকর হবে…প্রধানমন্ত্রী

প্রকাশিত : জুন ০৯, ২০১৯, ১৮:১৫

এক দিন না একদিন তারেক এর শাস্তি কার্যকর হবে…প্রধানমন্ত্রী

জাহিদ হাসান: লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নাম নিতেই ঘৃণা লাগে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ হোক কাল হোক এক দিন না একদিন তাঁর (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে।’ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা আরো বলেছেন, ‘আমি দেখি, আমাদের অনেকেরই খুবই একেবারে দরদ উথলে ওঠে। কিন্তু আপনারা একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা ভুলে যান কিভাবে? কিভাবে আমরা বেঁচে গেছি! বাঁচারই তো কথা না, আইভি রহমান মারা গেলেন, এতোগুলো মানুষের জীবন তারা নিলো ক্ষমতায় থাকতে।’ এই নাম নিতেও ঘৃণা লাগে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ হোক কাল হোক এক দিন না একদিন তাঁর (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে।’

১১ দিনের ত্রিদেশীয় সফর নিয়ে রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এতো বেশি টাকা পয়সা বানিয়ে ফেলেছে তারা (তারেক রহমানের পরিবার) সেখানে, খুব বিলাসবহুল জীবনযাপন করছে। আর যখনই যাই, তখনই তো একটা না একটা সমস্যা সৃষ্টির চেষ্টা করে। যাই হোক, আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি ব্রিটিশ সরকারের সঙ্গে। আজ হোক, কাল হোক, এক সময় শাস্তি কার্যকর হবেই।’

তিনি বলেন, ‘একবার নয় বারবার এভাবে বিএনপি ক্ষমতায় থাকতে, ক্ষমতার বাইরে থাকতে তারা হামলা করে। আমাদের শত শত, হাজার হাজার নেতাকর্মীকে যে তারা হত্যা করেছে, তারা হত্যাকারী। তারপর আবার এতিমের অর্থ আত্মসাৎকারী, দশ ট্রাক অস্ত্র চোরাকারবারি, তাদের জন্য অনেকেরই মায়াকান্না দেখলে তাহলে আর এদেশের অপরাধীদের বিচার হবে কিভাবে? সেটাই আমার প্রশ্ন।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।