সিদ্ধিরগঞ্জে বিদেশী বিয়ারসহ মাদক ব্যবসায়ী রনী গ্রেফতার

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

সিদ্ধিরগঞ্জে নাসি ৮নং ওয়ার্কাড উন্সিলর রুহুল আমিনের সহযোগীতায় বিয়ারসহ মাদক ব্যবসায়ী রনী গ্রেফতার। সোমবার গভীর রাতে নাসিক ৮’নং ওয়ার্ড গোদনাইল ধনকুন্ডা এলাকায় মাদক ব্যবসায়ী রনীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের পূর্বক ধৃত রনীকে আদালতে প্রেরন করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
জানা যায়, গোদনাইল ধনকুন্ডা এলাকায় মাদক ব্যবসায়ী রনির বাড়িতে বিপুল পরিমান মাদক রয়েছে। এই তথ্য নাসিক ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন জানতে পেরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকে অবহিত করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল চেয়ারম্যান অফিসের সামনে রনীর বাসায় অভিযান চালায়। উক্ত অভিযানে গোদনাইল এলাকার বেলালের ছেলে রনীকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রনীর ভাই শাকিল ও মামা মুরাদ কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘর তল্লাসী করে ১’শ ৫২’পিছ বিয়ার(ম্যাক্সিমাস) উদ্ধার করে। মামলাটি তদন্ত করবেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে ধৃত রনীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন...

  • বিয়ার সহ গ্রেফতার