
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের কাশিম বাজারে অবস্থিত মেসার্স জারা ফিলিং স্টেশনে (পেট্রল পাম্প) ফের ভেজাল পেট্্রল বিক্রি ও ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, গতকাল বৃহ¯প্রতিবার পাম্পের ম্যানেজার রবিউল ইসলাম দুটি মোটর সাইকেলে তেল দেয়ার সময় ওজনে কম দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। ঘটনায় প্রতারণার শিকার মোটর সাইকেল চালকগণ বিক্ষুদ্ধ হয়ে ম্যানেজার এবং কর্মচারিদের অবরুদ্ধ ও উত্তম-মধ্যম দিয়েছে। দীর্ঘদিন ধরে জারা পেট্রল পাম্পে ভেজাল পেট্রল বিক্রি ও ওজনে কারচুপি করা হচ্ছে। এদিকে প্রকৃত ঘটনা আড়াল ও ভিন্নখাতে প্রভাবিত করতে পাম্প ম্যানেজার রবিউল ইসলাম বাদি হয়ে দু’জনকে আসামি করে তানোর খানায় লিখিত অভিযোগ করেছেন। ওদিকে থানায় অভিযোগের খবর জানাজানি হলে এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহ¯প্রতিবার হাবিবুর রহমান একটি মোটর সাইকেলে দুশ’ টাকার পেট্রল ভরে ও পাম্পের বাইরে এসে ওজন করে দেখেন দুই লিটারেরও কম হচ্ছে। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তার অভিযোগের সতত্যা প্রমাণের জন্য তোফাজ্জুল হোসেন একটি মোটর সাইকেলে একশ’ টাকার পেট্রল ভরে মোটরসাইকেল স্টার্ট করতে গিয়ে দেখেন মোটরসাইকেল বিকল হয়ে পড়েছে। তিনিও সেখানে তেল ওজন করে দেখেন এক লিটারের কম ও কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে। এ সময় তাদের এসব দেখে পাম্পে উপস্থিত অন্যান্য মোটরসাইকেল চালকগণ বিক্ষুব্ধ হয়ে পাম্পের ম্যানেজার এবং কর্মচারীদের উত্তম-মধ্যম দিয়ে ভেজাল তেল বিক্রি ও ওজনে কারচুপির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছে।
এব্যাপারে জানতে চাইলে মেসার্স জারা পেট্রল পাম্পের ম্যানেজার রবিউল ইসলাম তেলে ভেজাল থাকার কথা শিকার করেন, তবে ওজনে কম দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এবারের চালানের তেলে একটু সমস্যা আছে পরীক্ষা করে তেল নেয়ার কোনো সুযোগ নাই তাই মাঝে মধ্যে খারাপ তেল আসে। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে মালিককে জানাতে পারে কিšত্ত তাদের বিনা অপরাধে মারপিট করা হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
