
মোঃ ফয়সাল আহমেদ রাজ: স্থানীয় সরকার বিভগের সচিব ও বাংলাদেশ এ্যাডমিনেস্ট্রেটিভ এসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আমরা সবাই পরোপকারী (আসপ), গোপালগঞ্জ। এ সময় উপস্থিত ছিল গোপালগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোকলেসুর রহমান সরকার, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ।
স্থানীয় সরকার বিভগের সচিব ও বাংলাদেশ এ্যাডমিনেস্ট্রেটিভ এসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ কে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিল আমরা সবাই পরোপকারী (আসপ), গোপালগঞ্জ শাখার সভাপতি শরিফুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ আল ইমরান সুমন, মোঃ ফয়সাল আহমেদ রাজ সহ আসপ এর বিভিন্ন সদস্য।
স্থানীয় সরকার বিভগের সচিব হেলালুদ্দীন আহমদ আমরা সবাই পরোপকারী (আসপ), গোপালগঞ্জ শাখা কে ধন্যবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন এবং আসপের সকল সদস্যর সাথে হাত মিলান এবং আসপ কে এগিয়ে নেওয়ার জন্য নানা ধরনের দিক নির্দেশনা দেন।
এ সময় গোপালগঞ্জের সু-যোগ্য জেলা প্রশাসক মোকলেসুর রহমান সরকার বলেন, আসপ এর সকল সদস্য ব্যাক্তি স্বার্থ কে ছেড়ে দিয়ে সমাজের ছিন্নমূল শিশু ও পরিবারের জন্য কিছু করার জন্য আপ্রান কাজ করে যাচ্ছে।
আমরা সবাই পরোপকারী (আসপ) এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম এর কাছে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন জানতে চান তোমরা কি কাজ কর তখন তিনি বলেন, আমরা সমাজের সুবিধা বঞ্চিত, এতিম, অসচ্ছল পরিবার কে আমাদের সাধ্য মত সাহায্য করি তাদের পাশে দাড়াই। আমরা বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে থেকে যাওয়া অতিরিক্ত খাবার সংগ্রহ করে এতিম, সুবিধা বঞ্চিত, গরিবদের মাঝে বিলিয়ে দেই।
তিনি আরো বলেন আমাদের (আসপ) কে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে আসছে আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মোকলেসুর রহমান। আমরা তার ই নির্দেশে চলার ফলে আজকে আমরা সফল হতে পেরেছি।তাই আমরা আসপ পরিবার জেলা প্রশাসক স্যার কে ধন্যবাদ জানাচ্ছি।
