TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তথা-কথিত সাংবাদিক আমান নিলু’র অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় মামলা: অবশেষে খারিজ!

প্রকাশিত : জুন ২৫, ২০১৯, ১৮:০৫

তথা-কথিত সাংবাদিক আমান নিলু’র অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় মামলা: অবশেষে খারিজ!

মাদক বিরোধী সংগঠন সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ সংগঠনের ব্যানারে  বিজ্ঞাপনে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, এমনকি বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে পত্রিকায় এবং ফেইজ বুক আইডিতে ঢালাও ভাবে প্রচার করে প্রতারনা! প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা, ১/১১ মূলহোতা মঈন ইউ আহম্মেদ সহ রাজনৈতিক দলের প্রভাবশালী মন্ত্রী এমপিসহ ক্ষমতাসীন নেতা, আমলা ও সাংবাদিকসহ ১৪১ জন ব্যক্তিকে না জানিয়ে একটি রেজিষ্টার বিহীন সংগঠন খুলে তাদেরকে বিভিন্ন পদের রেখে একটি কমিটির অনুমোদন দেন তথা-কথিত সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী আমান। তার এ অপকর্মে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও তিনি তার কথিত স্ত্রী সেমুলি ইসলাম নিলুকে নিয়ে দাপিয়ে চাঁদাবাজি করে আসছেন। ঠিক তাদের এ অপকর্ম নিয়ে তদন্ত চিত্রে পরপর দুইটি সংবাদ প্রকাশ করা হলে প্রথমে উত্তরখান থানায় একটি জিডি ও সর্বশেষ রোববার বিজ্ঞ সাইবার ক্রাইম আদালতে তদন্ত চিত্রের সম্পাদক, বার্তা সম্পাদক ও স্টাফ রিপোর্টারের বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তথাকথিত সাংবাদিক নামধারী নিলু’র জবানবন্দি রেকর্ড করে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়া খারিজ করে দেন। আজ তাদের অপকর্ম নিয়ে আমাদের তৃতীয় পর্ব……….

মুদি দোকানের আাড়ালে মাদক সেবন ও ব্যবসা করতে গিয়ে পাবলিকের হাতে  ধরা পড়ে আমান ও নিলু। গনধোলাই খেয়ে মুদি দোকানদার আমান ও দর্জির দোকানদার নিলু এখন  সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়েছে। প্রশাসনের নজর এড়াতে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে  নিজের ছবি তুলে ফেজবুকে প্রচার  করছে আমান।শুধু তাই নয়, মাদক বিরোধী সংগঠন তৈরি করে সংগঠনের ব্যানারে খ্যাতিমান ব্যক্তি তথা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার এমন কি বঙ্গবন্ধুর ছবির সাথে নিজের ছবি যুক্ত করে বিজ্ঞাপন আকারে পত্রিকায় এবং নিজের ফেইজ বুক আইডিতে ঢালাও পোস্ট শেয়ার করে। যাতে সকলে বুঝতে পারে সকল শ্রেনী পেশার খ্যাতিমান ব্যক্তিদের সাথে আমানের সুসম্পর্ক আছে। এভাবে আমান ১ ম স্ত্রী ও ৮/১০ বছরের ২ কন্যা সন্তানকে দেশের বাড়ি নোয়াখালী ফেলে রেখে ঢাকায় এসে ১৬ বছর বয়সী ছেলের মা স্বামী পরিত্যক্তা দর্জির দোকানদার শিমুলী ইসলাম নিলুকে বিবাহ করে ধুমছে মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছে।আমান ও নিলু আদম ব্যসায় ধরা খেয়ে পাবলিকের গণধোলাই খেয়ে নোয়াখালী থেকে ঢাকায় এসে অবস্থান নিয়েছে।  সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়ে চাঁদাবাজি, ধান্দাবাজী,মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।এসব অপকর্মের কারনে ধরা পড়লে যাতে শেল্টার পায় সে জন্য সাংবাদিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত হওয়ার চেস্টা করছে। সবার সাথে হায় হ্যালোর সম্পর্ক বজায় রেখে চলার কৌশল অবলম্বন করছে।দর্জির দোকানদার শিমুলী ইসলাম নিলুকে আমান ঢাল ও হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্যই ২য় বিবাহ করেছে।আমানের ২য় স্ত্রী নিলু, নিলুর ২য় স্বামী আমান। আমান ১ম পক্ষের স্ত্রী এবং নিলু ১ম স্বামী সন্তান ছেড়ে ঢাকায় বাসা নিয়ে বসবাস করছে। আমান ও নিলু  মাদক বিরোধী সংগঠনের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে যেতে সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ নামে একটি মাদক বিরোধী সংগঠন তৈরি করে। সংগঠনের কেন্দ্রীয়  কমিটির উপদেষ্টা মন্ডলীর তালিকায় ১। প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২। বিশেষ উপদেষ্টা জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রংপুর ৬, সম্মাননীত উপদেষ্টা দেখানো হয়েছে  ৩। আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম,প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী, ৪। একরামুল করিম চৌধুরী এমপি ও সাধারন সম্পাদক, নোয়াখালী জেলা আওয়ামীলীগ, ৫। ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি ঢাকা-১০, ৬। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ৭। আবুল হাসেম, চেয়ারম্যান পার্টেক্স গ্রুপ, ৮। এইচ এম ইব্রাহীম এমপি নোয়াখালী-১, ৯। মোঃ ইসরাফিল আলম এমপি নওগা-৬, ১০। আ জ ম নাসির উদ্দীন চৌধুরী মেয়র চট্রগ্রাম ও সাধারন সম্পাদক, চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগ, ১১।মোঃ আফসারুল আলম এমপি চট্রগ্রাম-১০, ১২। বীর বাহাদুর এমপি বান্দরবান,১৩। এম এ লতিফ এমপি চট্রগ্রাম-১১, ১৪। শামছুল আলম এমপি পটিয়া-১২, ১৫। ডা. এস এম মনিরুজ্জামান বিপিএম পিপিএম বার, ১৬। মোঃ ছালাম ইস্পাহানী এম ডি ইস্পাহানী গ্রুপ, ১৭। ইঞ্জিনিয়ার ফয়েজুল ইসলাম, চেয়ারম্যান চট্রগ্রাম ওয়াসা নাম ব্যবহার করা হয়েছে।

গত ১২ জুন ২০১৮ তারিখ দৈনিক আলোর জগত পত্রিকার ৪ পৃষ্ঠায় প্রকাশিত কেন্দ্রীয় কমিটির তালিকায় রয়েছে কার্যকরী ভাইস চেয়ারম্যান-চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রফেসর মঈন ইউ আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান -প্রাক্তন সামরিক কর্মকর্তা- মেজর (অবঃ) রাশেদ, ভাইস চেয়ারম্যান-চট্রগ্রাম মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মেদ, ভাইস চেয়ারম্যান-বাংলার দর্পনের নির্বাহী সম্পাদ মোঃ জুলফিকার আলী মাসুদ, ভাইস চেয়ারম্যান -দৈনিক কালের কন্ঠের চীফ রিপোর্টার হারুন অর রশিদ (অথচ এই নামে কালের কন্ঠে কেউ নাই), ভাইস চেয়ারম্যান -পাহাড় তলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান -সরকারী অডিটর মোঃ ফেরদেীস খান, ভাইস চেয়ারম্যান – লামার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইসমাইল, ভাইস চেয়ারম্যান -বিশ্ব মানবতা মানবাধিকার সংস্থার চেয়ারম্যান এইচ এম সুলতান মাহমুদ, ভাইস চেয়ারম্যান-বিশিষ্ট সমাজ সেবক, ভাইস চেয়ারম্যান-চসিকের কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান -চসিকের প্রাক্তন কাউন্সিলর আবিদা আজাদ, ভাইস চেয়ারম্যান-চসিকের প্রাক্তন কাউন্সিলর এডভোকেট রেহানা বেগম রানু, ভাইস চেয়ারম্যান -চট্রগ্রামের বিশিষ্ট আইনজীবী জোহরা সুলতানা সনিয়া, ভাইস চেয়ারম্যান-বিশিষ্ট সমাজ সেবক তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান-বিশিষ্ট সমাজ সেবক মোঃ লোকমান আলী, ভাইস চেয়ারম্যান-বিশিষ্ট সমাজ সেবক ও মহিলা নেত্রী মিলি চৌধুরী, ভাইস চেয়ারম্যান-চ্যানেল সেভেন বিডি ডট কম এর প্রধান সম্পাদক এস.এম.এ মনসুর মাসুদ, ভাইস চেয়ারম্যান-বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, ভাইস চেয়ারম্যান-চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ এ মোজাম্মেল হক, মহাসচিব-দৈনিক আলোর জগত পত্রিকার চীফ রিপোর্টার ক্রাইম এইচ এম আমিনুল ইসলাম আমান, যুগ্ম মহা সচিব –বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ার ফেরদৌস আহম্মদ আকবর, ভাইস চেয়ারম্যান- মোঃ লোকমান আলী, রেখা আলম চৌধুরী- ভাইস চেয়ারম্যান। মোৎ মোজাফ্ফর আহম্মদ, ইঞ্জিনিয়ার ফেরদৌস আহাম্মদ আকবর, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জামাল উদ্দিন কোং, নাছরিন আক্তার নাহিদা, কেয়া চৌধুরী, সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম (এসিয়ান টিভি), সাংবাদিক মানুনুর রশিদ লিটন, শানীন আহমেদ শাহিন (সমাজ সেবক ও জাতীয় শ্রমিক নেতা), সফি উল্লাহ কন্ট্রাক্টর,মোঃখায়রুল বারী, আবু নাঈম আলমগীর, মোঃ রোকন উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক, প্রফেসর আব্দুল আজিজ- যুগ্ম মহাসচিব, সাংবাদিক গেীরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক আব্দুল মতিন বাচ্চু, সাংবাদিক শামীম আল হাসান, সাংবাদিক নেছার আহাম্মদ চৌধুরী, সাংবাদিক মোঃ রমজান আলী, সাংবাদিক সালা উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক কাজী জাহাঙ্গীর হোসেন- সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃআবু বক্কর সিদ্দিকী -অর্থ সম্পাদক,মোঃ জাহাঙ্গীর আলম, রিয়াজুল আলম (এম.এ), মোঃ সাইফুল ইসলাম, লায়ন আঃ মান্নান ভূঁইয়া, হাজী ইউসুফ আলী, মোঃ সোলায়মান- সহ অর্থ সম্পাদক, মোঃ আক্তারুজ্জামান- দপ্তর সম্পাদক, মোঃ ইব্রাহিম, কাজল চাকমা, শিমুলী ইসলাম আমান ,ইঞ্জিনিয়ার আনিছুল ইসলাম মুজিব, সাথী চৌধুরী- সহ দপ্তর সম্পাদক, এস.এম নূরনবী চৌধুরী- প্রচার সম্পাদক, সাংবাদিক এস.এম মনিরুল ইসলাম(ডেইলী ইন্ডাসট্রী), সাংবাদিক মোঃ বারেক, সাংবাদিক চৌধুরী আহাম্মদুন নবী,জহিরুল ইসলাম বাবর- সহ প্রচার সম্পাদক, মোঃ শাহ আনোয়ার হোছাইন- শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোঃ আলাউদ্দিন আহাম্মেদ, মোহাম্মদ আলী, মোঃ আবদুল রাজ্জাক, ইঞ্জিনিয়ার মাসুদ, মোঃ মহিউদ্দিন- সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, এডভোকেট খাদিজা খোন্দকার রিতা- আইন বিষয়ক সম্পাদক, সাংবাদিক মোঃ সাইদুর রহমান রিমন (সিনিয়র রিপোটার বাংলাদেশ প্রতিদিন) রানা মোল্লা,নাজনীন সুলতানা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মঞ্জুরুল আলম পলাশ, সহ আইন বিষয়ক সম্পাদক, মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ- ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ শাজাহান খান, মোঃ তোতা মিয়া, মোঃ রফিক, হাতেম আলী, মোঃ রফিকুল ইসলাম- সহ ধর্ম বিষয়ক সম্পাদক, মিলি মৌধুরী- মহিলা বিষয়ক সম্পাদক, জেসমিন আক্তার, রাজিয়া বেগম, আখি চৌধুরী, শামসুন্নাহার মোনা, সহ মহিলা বিষয়ক সম্পাদক, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান- সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ নূর নবী, মোঃ রমজান আলী, এডভোকেট আলাউদ্দিন, শামীম আল হাসান, সহ সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ কামরুল হুদা- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আবদুল কুদ্দুস, এস.এম ফারুক সোহেল, বাবলু হোসেন মোঃ রাজু আহম্মেদ (আনন্দ টিভি) – সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এস.এম জিয়াউল হক-ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক,সাংবাদিক আবদুর রশিদ ,হারুন গফুর ভূইয়া,আবু জাফর চিৗধুরী- সহ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক,মোঃ ছুলতান আহাম্মদ,মোহাম্মদ আলী নেওয়াজ ,মোঃ মুরাদ হেগাসেন,মোঃ দীদারুল আলম,মোফারুক হোসেন ভ’ইয়া ,আহাম্মদ কবির রানা -কার্য নির্বুাহী সদস্য. ১০১সদস্য বিশিষ্ট সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ কন্দ্রেীয় কমিটি ঘোষিত হয়েছে। এইচ এম আমিনুল ইসলাম আমান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়ের, রুদ্ররামপুর ডাকঘরের আওতাধীন মনোহরপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল গনি পাটোয়ারী ও মাতা মোসাঃআয়শা বেগমের ছেলে। তার বর্তমান ঠিকানা মুন্সি বাড়ী, প্রযত্মতেঃ আব্দুল মোমেন মুন্সি,বাড়ী নং ৪০, ওয়ার্ড নং ১, মসজিদ রোড,মাহমুদবাগ,নগরিয়া বাড়ি,দক্ষিণ খান,ঢাকা।অপর দিকে শিমুলী ইসলাম নিলু, ৩২৭ পূর্ব নাখাল পাড়া, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ ঠিকানা ব্যবহার করে কিন্তু তার স্থায়ী ঠিকানা গ্রামঃ ছোট কেগনা,ডাকঘরঃ আমকি বাজার,উপজেলা সোনাইমুড়ী, জেলাঃ নোয়াখালী তার পিতার নাম মৃত নুরুল ইসলাম, মাতাঃ নুরজাহান বেগম। বর্তমান ঠিকানাঃ মুন্সি বাড়ী, প্রযত্মতেঃ আব্দুল মোমেন মুন্সি,বাড়ী নং ৪০, ওয়ার্ড নং ১, মসজিদ রোড,মাহমুদবাগ,নগরিয়া বাড়ি,দক্ষিণ খান,ঢাকা।তবে আমান ও নিলু প্রশাসনের নজর এড়াতে বারবার বাসা পরিবর্তন করছে বলে জানা গেছে।
দীর্ঘ অনুসন্ধানে আমান ও নিলুর বিরুদ্ধে চাঁদাবাজি, ধান্দাবাজী, আদম ব্যবসা,মাদক সেবন ও ব্যবসাসহ নানা অপকর্মের চাঞ্চল্যকর তথ্য প্রমান  পাওয়া গেছে।কথিত  সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ নামের এই মাদক বিরোধী  সংগঠনের মহাসচিব এইচ এম আমান  রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ  সিন্ডিকেট ও বিভিন্ন যানবাহনের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।বিভিন্ন আইন  প্রয়োগকারী সংস্থাগুলো দীর্ঘদিন যাবৎ আমান ও সিন্ডিকেট চক্রদের হাতে নাতে ধরতে ওঁৎ পেতে থাকে। এরই ধারাবাহিকতায়  ২০১৫ সালে আমানকে  বিমানবন্দর রেলগেট থেকে হাতে নাতে মাদকসহ গ্রেফতার করে রেল কর্তৃপক্ষ। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। মামলাটি বর্তমানে ঢাকার বিজ্ঞ দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। রহস্যজনক বিষয় হচ্ছে এই সংগঠনের উপদেষ্টা এবং সদস্যরা সংগঠনের বিষয়ে আদৌ জানেন কিনা তা প্রশ্ন বিদ্ধ।এসব সংগঠনের নামে ও সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজী,ধান্দাবাজী করতে নতুন নতুন নাম সর্বশ্ব সংগঠন তৈরি করে সংগঠনে বড় পদে থেকে আইডি কার্ড বানিজ্যসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের পাশাপাশি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মাদকসহ গ্রেফতারকৃত ঢাকার বিজ্ঞ দায়রাজজ আদালতে বিচারাধীন মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী আমান দৈনিক আলোর জগত পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে  ২৭/০৫/২০১৭ তারিখ নিয়োগ এবং গত ০১/০৬/২০১৭ তারিখ যোগদান দেখানো হয়। ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাব ইন্সপেক্টর মোঃ আলী আকবর আমানকে গত ১১/১২/২০১৫ মাদকসহ রেলওয়ে থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে আমানের বিরুদ্ধে একটি  মামলা দায়ের করা হয়েছিল যার বিমান বন্দর রেলওয়ে থানার  মামলা ৬ তাং ১১/১২/২০১৫ অভিযোগ পত্র নং ২২৫, তারিখঃ ৩১/১২/২০১৫। তিনমাস হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়ে চাঁদাবাজি ও পূর্বের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমানের দ্বিতীয় স্ত্রী নিলুকে আমান ঢাল ও হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমানের সকল অপকর্মের  সার্বক্ষনিক সঙ্গ দিচ্ছে তার ২য় স্ত্রী শিমুলী ইসলাম  নিলু। নিলু এলাকায় ভয়ঙ্করী হিসাবে চিহ্নিত এবং এই সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য। মাদক ব্যবসার পাশাপাশি এই সিন্ডিকেট ব্লাকমেইলিং ও চাদাঁবাজীসহ অনেক অপকর্মের হোতা। রাজধানী ঢাকার দক্ষিণখানে দৈনিক নতুন দিন ও আলোর জগত পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী এইচ এম আমিনুল ইসলাম আমান ওরফে এইচ এম আমান ও নিলু ওরফে শিমুলী ইসলাম নিলু  গাজাঁসহ বিভিন্ন মাদক ব্যবসায় জড়িত বলে জানা গেছে। বিগত কয়েক বছর ধরে আমান ধুমছে মাদক ব্যবসা করে যাচ্ছে। বিভিন্ন নামসর্বস্ব পত্রিকার সাংবাদিকসহ এলাকার কিছু বখাটে সহযোগে সে একটি মাদকের সাম্রাজ্য  গড়ে তুলেছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। তার বিরুদ্ধে নোয়াখালী,সিলেট সহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক  মামলা আছে বলে জানা গেছে।আমান ও নিলু মাদক ব্যবসা,চাঁদাবাজী, ধান্দাবাজী,আদম ব্যবসাসহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড  ও নিজেদের অপকর্ম চালিয়ে যেতে মুখোশের আড়ালে সাংবাদিকতার সাইনবোর্ড ঝুলিয়েছে। এ লক্ষ্যে গত ০১/০৬/২০১৮ খ্রিঃ তারিখ সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ নামে একটি মাদক বিরোধী সংগঠন তৈরি করে  এর মহাসচিব হিসেবে কমিটি গঠন করে। কমিটির তালিকা দৈনিক আলোর জগত পত্রিকা ও দুটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হয়। শুধু তাই নয়,আমানের ফেজবুক আইডিতেও কমিটির তালিকা প্রকাশ করা হয়। বিভিন্ন তারিখ ও সময়ে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদে স্পীকার এবং বঙ্গবন্ধুর ছবি সাথে আমান নিজের ছবি ব্যাবহার করে সংগঠনের মহাসচিব সচিব সেজে বিজ্ঞাপন বানিয়ে পত্রিকায় প্রকাশ করেছে। একই সাথে আমানের নিজের ফেজবুক আইডিতে ঢালাও ভাবে  প্রচার করা হয়। এরপর শুরু করে কমিটি গঠন ও আইডি কার্ড বানিজ্য। শুধু তাই নয়, মাদকের ব্যবসা সাচ্ছ্যন্দে চালিয়ে যেতে সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনের উধ্বর্তন ব্যক্তিদের আমান নিজের ছবি তুলে নিজের ফেইজ  বুক আইডিতে পোস্ট এবং শেয়ার করছে। এসব কৌশল অবলম্বনের মাধ্যমে সব ধরনের শ্রেনী পেশার মানুষের কাছে নিজেকে একজন সম্মানিত খ্যাতিমান ব্যক্তি হিসেবে জাহির করে মাদক ব্যবসায় সফলতা অর্জন করতে চাচ্ছে। কেউ যাতে আমান ও নিলুর অপকর্মের ব্যাপারে প্রশ্ন না তোলে  এ জন্য বিভিন্ন ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।