যুবলীগ নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

আমির হোসেন: গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা  যুবলীগ নেতা শহীদ মন্ডলকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে  আসছে একটি দুষ্কৃতী চক্র মহল।
ইতিমধ্যে তিনি সকল মিথ্যা মামলা গুলোতে জামিনে আছে বলে জানান শহীদ মন্ডল। এলাকার দুষ্কৃতী চক্রটি মামলা মীমাংসার কথা বলে বিভিন্ন ভাবে  শহীদ মন্ডলের কাছে টাকা দাবি করে আসছিলেন।
শহীদ মন্ডল চক্রটিকে টাকা দিতে রাজি না হাওয়ায়  তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং মামলার ভয় ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ করেন শহীদ মন্ডল ও তার পরিবার।
শহীদ মন্ডলের কাছে চক্রটির কথা জানতে চাইলে তিনি বলেন,মূল হোতা রুস্তম আলী মন্ডল ও তার সহযোগী রুবেল, সজীব তালুকদার(ওরফে ইয়াবা সজীব)।
শহীদ মন্ডল বলেন, আমার মেয়ের এস এস সি টেস্ট পরিক্ষা চলে সে ঠিকমতো পরীক্ষার হলে যেতে পারছে না রুস্তম আলী মন্ডল ও তার সহযোগীদের ভয়ে।
রুস্তম আলী মন্ডলের ভয়ে আমি আমার পরিবারকে নিয়ে সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছি । এ বিষয়ে গাছা থানায় একাধিক জিডি করেছি।
আমি এ বিষয়ে আপনাদের মাধ্যমে গাজীপুর পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা কামনা করছি।
এলাকার আরেক ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন জানান, কিছুদিন আগে আমার বসতবাড়ি শাহাআলমের ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে রুস্তম আলী মন্ডল ও তার সহযোগীদের কে নিয়ে দখল করার চেষ্টা করে।
এরপরে আমার স্ত্রীসহ আমাকে মারধর করে এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আরেক ভুক্তভুগী ফরিদ জানান, রুস্তম আলী মন্ডনের সাথে না চলার কারনে আমাকে ও হুমকি দিচ্ছে , যেখানে পাবে আমাকে মারধর করবে এবং আমার মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিবে।
তিনি আরও জানান, এলাকায় যারা রুস্তম আলীর অন্যায় কাজে বাধা দেন তাদেরকে এলাকা ছাড়তে হয় ভয়ে।
এ বিষয়ে এলাকায় খোঁজ নিয়ে জানা যায় রুস্তম আলী ও তার আপন ভাই মোহাম্মদ আলী এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
শহীদ মন্ডল আরো বলেন, কিছুদিন আগে আমার বসত বাড়ি শাহাআলমের ভাড়াটিয়া সন্তাসী হিসাবে এই রুস্তম আলী মন্ডল ও তার সহযোগীদের কে নিয়ে দখল করার চেষ্টা করে। সেখানে রুস্তম আলী মন্ডল ও তার দলবল ব্যর্থ হন প্রশাসনের কারণে।
রুস্তম আলী মন্ডলের চাচা আলাউদ্দিন মন্ডল জানান, কমপক্ষে রুস্তম আলী মন্ডল আট থেকে দশবার রিহ্যাবে ভর্তি ছিলেন।কিন্তু তারপরও ক্ষান্ত হয়নি নিজে ইয়াবা সেবন থেকে এবং বিক্রয় থেকে। তিনি তার সহযোগী হিসাবে ইয়াবা সজিব কে ব্যবহার করেন মাদক বিক্রির কাজে।
রুস্তম আলী মন্ডল রীতিমতো পুলিশের সাথে সখ্য রেখে এলাকায় ইয়াবা ব্যবসা করে যাচ্ছে বলে এলাকা বাসী জানান।
এ ব্যপারে গাছা থানার এসি আশরাফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন...