TadantaChitra.Com | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মশা প্রতিরোধ না করে গল্পে সিটি করপোরেশন!

প্রকাশিত : জুলাই ১১, ২০১৯, ১৮:৩১

মশা প্রতিরোধ না করে গল্পে সিটি করপোরেশন!

ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধ না করে প্রতিষেধক নিয়ে ঢাকা সিটি করপোরেশনের দৌড়ঝাঁপকে প্রহসন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নগর কর্তাদের এমন আচরণকে দুখঃজনক বলছেন তারা। এদিকে রাজধানীতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪৬ জন।

চাপ সামলাতে রাজধানীর প্রতিটি হাসপাতালেই এখন খোলা হয়েছে ডেঙ্গুর বিশেষ উইনিট। বিছানাবন্দি মানুষগুলো রোগগ্রস্ত হওয়ার দায় চাপিয়ে দিচ্ছেন সিটি করপোরেশনের ওপর।

এদিকে মশা মারায় গুরুত্ব না দিয়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সিটি করপোরেশনের নানা পদক্ষেপের সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রোগ ছড়ানো বন্ধ না করে প্রশমনে তৎপরতা হাস্যকর।

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, শুধুমাত্র ওষুধের গল্প বলে লাভ হবে না। আপনি প্রতিষেধক দেবেন প্রতিরোধ করবেন না তা হবে না।

এ মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।