TadantaChitra.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্ঠশিল্পী রুখসার রহমানের কবিতা..

প্রকাশিত : জুলাই ১৯, ২০১৯, ১৭:০৮

কন্ঠশিল্পী রুখসার রহমানের কবিতা..

“সুখ-দুখ পাশাপাশি ”

রুখসার রহমান

………….🍂…………

দুঃখ আমার ক্লান্ত বড়
ছুঁয়ে ছুঁয়ে সারাক্ষণ,
শত আঘাতেও জ্বলে ওঠেনা
পুড়ে ছাই এই মন।
কস্ট আমায় ধরতে যে চায়
গুটি গুটি ছোট পায়ে,
সহ্য প্রদীপ জ্বালিয়ে রেখেছি
সে কখন আসতে চায়?
মনটা আমার বাজি ধরেছে
শত আঘাতেও হাসে,
অভিনয়টা বেশ শিখেছে
জীবন নদীর কাছে।
মনের ছোট্ট আদালতে
মন স্রেষ্ঠ বিচারক,
বুকটা চেপে কান্না লুকায়
আসুক যতনা শোক।
হাসতে যানি, লুকিয়ে পানি
চোখেতে টলমল,
বোবা কালা মনে শেখানো হাসি
দেখতে যে ঝলমল।
হাঁপিয়ে উঠেছে কষ্ট নদী
দেখে চারিদিকে বন্যা,
আমি শুধু দেখে হেসেই চলেছি
লুকিয়ে চোখে মুখে কান্না।
দুঃখ সুখের এইতো জীবন
উদাসীন হাসাহাসি,
সহজ চোখেতে জীবন দেখি
যানি সুখ-দুখ পাশাপাশি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।