TadantaChitra.Com | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া শুধু দলের নেত্রীর না, তিনি গণতন্ত্রের মাতা…মওদুদ

প্রকাশিত : জুলাই ২১, ২০১৯, ১৮:৫১

খালেদা জিয়া শুধু দলের নেত্রীর না, তিনি গণতন্ত্রের মাতা…মওদুদ

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আগামী শত বছরেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।

রাতের অন্ধকারে ব্যালট পেপার চুরি করে, ভোট চুরি করেছে।আপনাদের সাহস হয় না সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য।

আজকে সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।যতই অত্যাচার-নির্যাতন হোক না কেন শেষ পর্যন্ত জয়ী হবে মানুষের।জয় হবে এবং গণতন্ত্র ফিরে আসবে।

আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় শহরগুলোর সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

এরই অংশ হিসেবে শনিবার বিকালে চট্টগ্রামে সমাবেশ করে দলটি এর আগে গত ১৮ জুলাই বরিশালের সমাবেশ করে বিএনপি। জানা গেছে ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের সমাবেশের কর্মসূচি শেষ করবে বিএনপি।

পরবর্তীতে একই দাবিতে দেশের সকল জেলা শহরে সমাবেশ করার চিন্তা ভাবনা করছে দলের নীতিনির্ধারকরা।
এদিকে শনিবারের চট্টগ্রামের জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার প্রস্তুত ছিল।

আওয়ামী লীগ বুঝতে পেরেছিল যে তাদেরকে জনগণ সমর্থন করছে না। এই কারণে তারা ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করেছে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দলের নেত্রীর না তিনি এ দেশের গণতন্ত্রের মাতা। দেশনেত্রীকে অবিলম্বে মুক্ত করতে হবে তা না হলে দেশে গণতন্ত্র হবে না, হতে পারে না।

গ্যাসের দাম বাড়ানো হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর পরেও সরকারের কোন মাথা ব্যথা নেই। বিএনপি নেতা অভিযোগ করেন, হত্যা গুম ধর্ষণ বেড়েই চলেছে। এই সরকার স্বাভাবিক নয় । একটি অস্বাভাবিক সরকারের কারণেই এ ঘটনা ঘটে চলেছে। খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জনগণের অধিকার, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা ওতোপ্রোতভাবে জড়িত।

আমাদের নেতাকর্মীদের নামে ৯৫ হাজার মামলা হয়েছে প্রায় ৭০ লক্ষ আসামি করা হয়েছে। তারপরও খুলনায় মহাসমাবেশ, চট্টগ্রামে মহাসমাবেশ বিএনপি ফিনিক্স পাখির মত। মারা যাবে না।
পরে সেখান থেকে হাজার হাজার ফিনিক্স পাখির জন্ম হয়। দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে শনিবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এই মাসের ৩০ তারিখের মধ্যে অন্যান্য বিভাগীয় শহরের সমাবেশের তারিখ নিধারিত হবে বলে তিনি জানান। সেই- হিসেবে আগামী ২৫ জুলাই খুলনায় বিভাগীয় সমাবেশ অনু্ষ্টিত হবে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।