TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুক্র ও শনিবার ব্যাংক খোলা

প্রকাশিত : আগস্ট ০৭, ২০১৯, ১৭:৩০

শুক্র ও শনিবার ব্যাংক খোলা

মোঃরফিকুল ইসলাম মিঠু: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতাদি পরিশোধের জন্য ও রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমূহ ৯ ও ১০ আগস্ট পূর্ণ দিবস খোলা থাকবে।

এতে আরো বলা হয়, ঢাকা, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্র ও শনিবার পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লিখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।