রূপগঞ্জের সহকারী দারোগা হাবিবের তান্ডবে অতিষ্ঠ নিরীহ মানুষ!

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জ থানার সহকারী দারোগা হাবিব বেপরোয়া হয়ে ওঠেছে। ঈদ সেলামী জোগার করতে গত ১৫ দিনে ৪ মাদক ব্যবসায়ীকে ধরে ছেড়ে দিয়ে ৪ লাখের উপর ইনকাম করেছে। তাদের মধ্যে পাতিরার সরু নামের মাদক ব্যবসায়ীকে ধরে ৮০ হাজার, এর থেকে ভাগ নেয়, অপারেসন ওসি রফিক ও কিছু শেল্টারদাতা, গতরাতে পিতলগঞ্জের রতন নামীয় মাদক ব্যবসায়ীর সহযোগীকে পূর্বাচলে কৌশলে এনে বিদেশী ৬ বোতল মাদকসহ আটক করে রাত ভর নির্যাতন করে ফজরের আযানের সময় ১লাখ ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।

এছাড়াও স্থানীয় জুয়ার বোর্ড,পর্যটকদের ফিটিং দিয়ে প্রতিদিন কামাচ্ছে লাখ লাখ টাকা। হাবিবের বেপরোয়া তান্ডবের বলি পিতলগঞ্জের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অটোচালকের কাছ থেকে তল্লাশির নামে ভয় দেখিয়ে সমু মার্কেট এলাকা থেকে ৩ জনের কাছ থেকে যথাক্রমে ৪, ১১ ও ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। হাবিবের বক্তব্য হলো, নীলা মার্কেট পুলিশ বক্সে স্থায়ীভাবে থাকতে হলে ওসিকে ম্যানেজ করতে হয়, অনেককেই দিতে হয়, আর তাই সামথিং কিছু করা লাগে। তবে এত টাকা নেয় নাই বলে দাবী করে হাবিব।

এদিকে পূর্বাচলে আসা পর্যটকদের আটক করে সর্বস্ব লুটে নেয়ার ঘটনা অহরহ। বৃহস্পতিবার দুপুরে নীলা মার্কেট এলাকা থেকে ৮ জোড়া প্রেমিক প্রেমিকাকে আটক করে সাথে থাকা মোবাইল ও টাকাসহ রেখে দিয়ে ছেড়ে দেয়। এভাবে হাবিবের তান্ডবে অতিষ্ট পূর্বাচল ও আশপাশের বাসিন্দারা। ও বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তা রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন...