
“আহসান হাবীব”
আমি বাংলাদেশ,আমি গর্বিত আমার অহংকার,
আমি সৈনিক,আমি হতভাগ্য মুক্তিযোদ্ধা হাহাকার।
আমি নামের বরাই, আমি জালিয়াতির স্বীকার,
আমি নামের স্বাধীন,আমি আজও পরাধীন,
আমি নামে আছি ,কাজে নেই,অন্যের অধীন ।
আমি ধর্ষিতা আমি আমি লুণ্ঠিত আমি অসহায়,
আমি জীবন নাশককারি করি হায় হায় ।
আমি ভেজালের শিকারা পথহারা বার বার
আমি দুর্ঘটনার শিকার ,নেই আশা বাঁচিবার,
আমি আশ্বাসের আর ওয়াদার নেপথ্যে,
আমি অধীকার বঞ্চিত অননের স্বার্থে ।
আমি গুমের স্বীকার আমি ছদ্মবেশী,
আমি স্বার্থপর শুধু নিজেকে ভালবাসি ।
আমি খুনের শিকার প্রকাশ্শো দিবালোকে,
আমি ক্রসফায়ারে আছে নির্বিচারে,
আমি দরিদ্র হতভাগা মরুভূমির মতো দগ্ধ,
আমি লাইসেন্স বিহীন গাড়ি ,আমি গাড়ি চালক,
আমি নির্বাক, ভাবে আমি এক অবুঝ বালক ।
আমি ঘুষ দাতা আমি ঘুষ খোর,
আমি নির্লজ্জ, বেহায়া আমি অলস
আমি উপহাসকারি আমি সমালোচক ।
আমি শেয়ার বাজার ধংশকারী আর ও বাংক চোর।
আমি বহির্বিশ্বে পাচারকারী অর্থ লোভী,
আমি প্রবাসে গড়বো বাড়ী অট্টালিকা সবই।
আমি ছিনতাইকারী, আমি পকেট মার
আমি সভ্যতার নামে করি অসৎ কারবার।
আমি মিসকিন আমি না খেয়ে আছি দু বেলা
আমি নাকি ধনী, আমার তাই অবহেলা ।
আমি জেল জুলুম আর গায়েবি মামলা নিয়ে
আমি প্রিযজন ছেড়ে অননের বাড়ী ঘুমাই গিয়ে।
আমি অভিভূত, আমি অভিশপ্ত, আমি ভাষা হিন
আমি দগ্ধ আমি অটল আমি আপোসহীন ।
আমি তবু আশাতীত আসবে বাক স্বাধীনতা,
আমি সেই স্বপনে বিভোর, থাকবে না পরাধীনতা।
