
“আহসান হাবীব”
সদা, সর্বত্র, সর্বদা, সৎ পথে চল,
সত্য কথা বলবে তবে মিথ্যা কেন বলো ?
সকল কাজে, সবল মনে, সাহস রাখো মনে,
সততার ফল নিশ্চিত সন্ধি নয় কারো সনে।
সকাল বলার সুন্দর ডাক,সবিনয়ে ধরো,
অপকার নয় আর, পারলে উপকার করো ।
জীবন চলার পথে যত আসুক বাঁধা,
শক্তি নিয়ে রুখে দাঁড়াও হয়ে যাবে ধাধা ।
ভালোবাসলে আসবে বাঁধা ,মনে রাখো তবে ,
তাই বলে কেউ থেমে নেই এই ইহ ভবে।
সূর্যের মতো সত্যি সূর্যাস্তের মতো স্বচ্ছ ,
চন্দ্রের মতে সচল তুমি অপরাধ হবে তুচ্ছ।
সুন্দর কাজে সাহস যোগাও মন্দ কাজে নয়,
বিশ্ব নন্দিত হতেও পার,গুরুজনেরা কয়।
পিতা মাতা ভাই বোন, এরাই আপন হয়,
বন্ধু বলো,শুভাকাঙ্ক্ষী বলো কখনো আপন নয়।
স্বার্থ লোভি মানুষ আসে স্বার্থ নিতে কাছে,
বিপথগামী হও যদি কাউকে পাবে না পাশে।
ক্ষনিকের এই দুনিয়াতে বরাই করোনা আর,
থাকবে না সাথে যত থাকুক টাকার পাহাড়।
সফলতা শুধু সঙ্গী হবে নেক আছে যত,
এখনি তোমার সঠিক সময় কর মাথানত।
