তারেক রহমান এর শোকবার্তা

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সৈয়দ ওয়াহিদুল আলম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে দক্ষতা ও যোগ্যতার যে পরিচয় দিয়েছেন তা নি:সন্দেহে প্রশংসনীয়। জনপ্রতিনিধি এবং জনকল্যানমূলক নানা কাজেও তিনি যে অবদান রেখেছেন সেজন্য এলাকাবাসী তাঁকে চিরদিন স্মরণ রাখবে। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি’র প্রতিটি সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।  দেশের এই দূর্দিনে তাঁর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের ইহলোক ত্যাগে আমি গভীরভাবে শোকাভিভূত। আমি মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য ও হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মানবকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মির্জা আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ অংশগ্রহণ নি:সন্দেহে প্রশংসার দাবিদার। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন...