TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ঐতিহাসিক জয় যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া

প্রকাশিত : নভেম্বর ০৪, ২০১৯, ০৬:৩৪

বাংলাদেশের ঐতিহাসিক জয় যেভাবে দেখছে ভারতীয় মিডিয়া

ক্রীড়া ডেস্ক: গত কয়েক বছর ধরেই ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে আসছিল বাংলাদেশ। অনেক সময় জয়ের খুব কাছে যেয়েও টাইগাররা হেরেছে একবারে শেষ মুহূর্তে। তবে রবিবার আর তেমনটা হতে দেননি মুশফিকুর রহিমরা। ঠিকই টি-টোয়েন্টিতে প্রতিবেশি দেশটির বিপক্ষে নবমবারের দেখায় তুলে নিয়েছেন ৭ উইকেটের দাপুটে জয়। এরপর থেকেই ভারতের সংবাদমাধ্যমে স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর। প্রায় সবগুলো পত্রিকাই মুশফিকুর রহিমের প্রশংসা করে শিরোনাম টেনেছে।

টাইগারদের দাপুটে জয়ে আনন্দনবাজার পত্রিকার শিরোনাম করছে এমনটা, ‘ভাঙাচোরা দল নিয়েও এই প্রথম ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতলো বাংলাদেশ।’

এদিকে- এই সময় মুশফিকের প্রশংসা করে শিরোনাম করেছে, ‘অনবদ্য মুশফিকুর, এই প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হার ভারতের!’

বর্তমান পত্রিকা শিরোনাম করেছে, ‘মুশফিকুরের কাছে হার মানল টিম ইন্ডিয়া।’

টাইম অব ইন্ডিয়ার শিরোনাম এমন, ‘মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে বাংলাদেশকে প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিলেন।’

এনডিটিভি মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আলিঙ্গনের ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে নায়ক মুশফিকুর রহিম।’

দ্য হিন্দু পত্রিকাও প্রায় এনডিটিভির মতো শিরোনাম করেছে, ‘ভারত বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি || টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে মুশফিকুর রহিম তারকা।’

হিন্দুস্থান টাইমস লিখেছে, ‘ভারত বনাম বাংলাদেশ : দিল্লিতে টি-টোয়েন্টিতে সফরকারীদের ঐতিহাসিক জয় এনে দিলেন মুশফিকুর রহিম।’

মুম্বাই মিরর বাংলাদেশের ঐতিহাসিক জয়ে শিরোনাম দিয়েছে এমন, ‘আলো ছড়ালেন মুশফিকুর রহিম, ভারতকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।