TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাহোরে বাঘিনীদের গর্জন

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০১৯, ০৭:২৭

লাহোরে বাঘিনীদের গর্জন

ঢাকা: দিল্লীতে মুশফিক বীরত্বে ভারতের মাটিতে স্বাগতিকদের পর্যুদস্ত করার সুখবরটা নারী ক্রিকেটারদের করেছে উজ্জীবিত। ছেলেদের বীরত্বগাঁথা জয় থেকে টনিক নিয়েছে মেয়েরা।

চাপের মুখে,স্নায়ুযুদ্ধের ম্যাচে কিভাবে ফিনিশিংটা করতে হয়, মুশফিক-মাহামুদুল্লাহকে দেখে তা শিখেছে জাহানারা-নাহিদা।শেষ ১২ বলে ৯, শেষ ৬ বলে ৩ রানের হিসাব মিলিয়েছে বাংলাদেশ নারী দল।

শেষ ওভার থ্রিলারে ১ বল হাতে রেখে পাকিস্তান নারী দলকে ১ উইকেটে হারিয়ে লাহোরে বাংলাদেশের মেয়েরা উড়িয়েছে পতাকা। ২ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র’ করেছে ১-১এ।

টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ এর যন্ত্রনা লাঘবে ওয়ানডে সিরিজের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী দলে আত্মপ্রকাশ করেছে রোমানার দল। প্রথম ম্যাচে লড়াকু হার থেকে পেয়েছে প্রেরনা। সোমবার সালমা (২/৩৬),রোমানার (৩/৩৫) বোলিংয়ে পাকিস্তান নারী দলকে ২১০ রানে ইনিংস গুটিয়ে দিয়ে জয়ের ছক একেছে মেয়েরা। তৃতীয় উইকেট জুটির ৮২ এবং ৪র্থ উইকেট জুটির ৫৫তে জয়ের স্বপ্ন উঁকি দেয় বাংলাদেশের।

৯৭ বলে ৬ বাউন্ডারিতে ৫ম ওডিআই ফিফটিতে ( ৬৭) ফারজানা দেখিয়েছেন স্বপ্ন। মুরশিদার ৬৭ বলে ৪৪, শারমিনের ২৬ বলে ২৭,রোমানার ৪৩ বলে ৩১ সানজিদার ২৩ বলে ২০ জয়ের কাছাকাছি পৌছে দিয়েছে বাংলাদেশ নারী দলকে। শেষ জুটির কাছে ৯ বলে ৬ রানের টার্গেট পাড়ি দিতে স্নায়ুচাপে ভোগেনি টেল এন্ডার ২ নারী ব্যাটার। ৫০তম ওভারে জয়ের জন্য টার্গেট মাত্র ৩ রান। তবে প্রথম এবং চতুর্থ বল ডট করে ভাবনায় ফেলে দিয়েছিল এই জুটি। ৫ম বলে বিসমাহ মারুফকে সিঙ্গলে লাহোরে উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা।

মেয়েদের একদিনের ভার্সনের ক্রিকেটে রোমানা নিজেকে আরো উচ্চতায় তুলেছেন। পাকিস্তানের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের ৪র্থ জয়ে নেতৃত্বটা সামনে থেকেই দিয়েছেন। করেছেন অল রাউন্ড পারফর্ম (৩/৩৫ এবং ৩১ রান)। মেয়েদের একদিনের ক্রিকেটে বাংলাদেশ নারী ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে থাকা রোমানা ( ৩৭ ম্যাচে ৭৯৬ রান) বোলিংয়ে সোমবার ছুঁয়ে ফেলেছেন উইকেট শিকারে সবার উপরে থাকা খাদিজাকে (৪২ উইকেট)।

পাকিস্তান: ২১০/১০(৪৮.৪ ওভারে), নাদিহা ৬৩,জেভারিয়া ২৪,বিসমাহ ৩৪,আলিয়া রাজ ৩৬, সালমা ২/৩৬,রোমানা ৩/৩৫,পান্না ১/৪৫।

বাংলাদেশ : ২১১/৯ ( ৪৯.৫ ওভারে), মুরশিদা ৪৪,শারমিন ২৭,ফারজানা ৬৭,রোমানা ৩১,সানজিদা ২০,জাহানারা ৯*,নাহিদা ৪*, সৈয়দা ২/৩৭,বিসমাহ ২/২৪।

ফল : বাংলাদেশ নারী দল ১ উইকেটে জয়ী।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।