TadantaChitra.Com | logo

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারাটা আমাদের ব্যর্থতা: মওদুদ

প্রকাশিত : নভেম্বর ০৫, ২০১৯, ১৯:৫২

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারাটা আমাদের ব্যর্থতা: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘১ বছর ৮ মাস পার হয়ে গেছে বেগম খালেদা জিয়া কোনও কারণ ছাড়াই জেলখানায় আছেন, আমরা তাকে মুক্ত করে আনতে পারিনি। আজকে এটা আমাদের একটা বিরাট ব্যর্থতা। তবে তিনি অবশ্যই মুক্ত হবেন এবং আমাদের যে আদর্শ সেই আদর্শকে আমরা ফিরিয়ে আনব, আইনের শাসন ফিরিয়ে আনব, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনব, দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আনবো। দেশে যেন একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চালু করতে পারি সে জন্য আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।’

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তরিকুল ইসলাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, ‘এখন রাজনীতি চলে গেছে অর্থ, সন্ত্রাস, আর দুর্বৃত্তদের হাতে। এর একটি মাত্র কারণ হলো সত্যিকার অর্থে এই দেশে জনপ্রতিনিধিত্বকারী কোনও সরকার ক্ষমতায় নাই, জনগণের ভোটে নির্বাচিত কোনও সরকার নাই। যার কারণে জনগণের কাছে জবাবদিহিতা করার মতো সরকার নেই বলেই আজকে সমাজে এই নৈরাজ্য, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, দুর্বৃত্তায়ন।’

তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে হবে। ছাত্রলীগ-যুবলীগ ইদানিং যে সকল কাজকর্ম করছে এই যে ক্যাসিনো জুয়া এসব সভ্যতা এসব সংস্কৃতি আমাদের মাঝে আগে কখনই ছিল না। এটা হওয়ার মূল কারণ হচ্ছে রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে সেই কারণে।’

প্রয়াত তরিকুল ইসলামের কথা স্মরণ করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তরিকুল ইসলাম মন্ত্রীও ছিলেন কিন্তু কখনো তাকে আমরা বিলাসিতা করতে দেখিনি। আজকে এটা দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে থাকা উচিত।’

‘আমরা যারা জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করি তাদেরকে ধীর চরিত্রের অধিকারী হওয়ার মন-মানসিকতা রাখা উচিত। আসুন আজকের এই দিনে আমরা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার আদর্শে উদ্বুদ্ধ হই।’

বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সঞ্চালনায় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, মো. শাজাহান নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।