আহসান হাবিবের “মনোরঞ্জন”

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago

মনোরঞ্জন
“আহসান হাবীব”

দু হাত ধরে একদিন, বলেছিলে তুমি,
ভালোবাসি আজও,ভুলে যাইনি আমি ।
দুঃখের দিনে সংগি হয় যে জন ,
পরোপকারে স্বার্থ খুঁজে না সেজন ।
খুঁজতে নাই কভু,তুমি ভালোবাসো যাকে,
তোমাকে ভালোবাসে,খুজো তুমি তাকে ।
ভালো লাগা ভালোবাসা, এক কথা নয়,
মনের মিলের মানুষটি, চিরস্থায়ী হয়।
সন্ধেহ প্রবন, আনে কলুষিত জীবন,
একবার আসলে, হয় না আর আপন।
প্রিয়তমা বলে ডাকছো কাছে যাকে,
ভুল যদি করে বুঝিয়ে বলো তাকে,
দুর্নাম নয় কাছে ডাকো ভালোবাসা দিয়ে,
প্রতিশোধ নিতে নেই, অন্যের কানে দিয়ে।
শাসন করো নিজে, অন্যকে দিয়ে নয়,
ভালোবাসতে হবে, সেবা যদি পেতে হয়।

সংবাদটি শেয়ার করুন...