TadantaChitra.Com | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্লিনিক থেকে নবজাতক চুরি; উদ্ধার

প্রকাশিত : নভেম্বর ১৯, ২০১৯, ১৭:৪৬

ক্লিনিক থেকে নবজাতক চুরি; উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী পৌর এলাকার মেরিস্টোপস ক্লিনিক থেকে চুরি যাওয়ার ৫ দিন পর এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইয়াসমিন (২৬) নামের এক নারীকে।

ওই নবজাতকের মা-বাবা হলেন সখিনা বেগম ও শাহআলম নামের এক দম্পতি। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে।

পুলিশ বলছে, গত বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের বাসাইল এলাকার ওই ক্লিনিকে তিনদিন বয়সী ওই নবজাতক চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় ইয়াসমিনের কোলে নবজাতককে দিয়ে সখিনা বেগম ভাত খেতে বসেছিলেন। সে সময় তিনি নবজাতককে নিয়ে পালিয়ে যান।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নবজাতক চুরি করা ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।