TadantaChitra.Com | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাকে নিয়ে কে কী বললো ভাবি না: জিএম কাদের

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০১৯, ০৭:২৯

আমাকে নিয়ে কে কী বললো ভাবি না: জিএম কাদের

ঢাকা: কে কী বললো তা নিয়ে ভাবি না। কারণ আমি কাদা ছোড়াছুড়ি করছি না। আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। বললেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে এরিক এরশাদ ও বিদিশা সিদ্দিক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আমাকে নিয়ে কে কী বলেলো তা নিয়ে ভিষণ ভাবে মগ্ন থাকলে দেশ ও জাতির জন্য কাজ করা আমার জন্য সম্ভব হবে না।

তিনি বলেন, আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। দেশের মানুষও আমাকে সেভাবেই গ্রহণ করেছে আশা করছি। সাধারণভাবে ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাঁধা সৃষ্টি করবে। সেগুলো আমরা যথাযথভাবে নিষ্পত্তি করবো।

তিনি আরো বলেন, দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখছে। সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টিই আগামী দিনের সম্ভাবনাময় বিকল্প শক্তি। যারা বিগত দিনে জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা প্রত্যাশিত রাজনীতি না পেয়ে আবারো জাতীয় পার্টিতে ফিরে আসছে। আমরা গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করবো।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।