TadantaChitra.Com | logo

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠিকমতো খেতে পারছেন না খালেদা জিয়া

প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০১৯, ১২:২৮

ঠিকমতো খেতে পারছেন না খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে জমা দেওয়া মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটেও ব্যথা হচ্ছে, ঠিকমতো খেতে পারছেন না। তিনি হাঁটা-চলা করতে পারছেন না। চিকিৎসকরা ঠিকমতো ওষুধ দিচ্ছে না। এখানে কিভাবে তিনি বাঁচবেন?’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার ডায়াবেটিকস কন্ট্রোলে আসছে না, সুগার ১২ এর নিচে কখোনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।’

প্যারোলে মুক্তির ব্যাপারে খালেদা জিয়া কিছু বলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যাপারে কোন কথা হয়নি। তারা খালেদা জিয়াকে তো জামিন দিলেন না। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন দিলে তো উনি পালিয়ে যাচ্ছেন না কিন্তু আদালত যা করেছে তা নজিরবিহীন।’

এর আগে, সোমবার বিকেল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান সেলিমা ইসলামসহ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। এর আগে, সর্বশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে (বিএসএমএমইউ) তার স্বজনরা সাক্ষাৎ করেন। সেসময় সেলিমা ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) শরীর ভালো না, হাতের আঙুল ও পায়ের আঙ্গুল বেঁকে গেছে। প্রায়ই অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।