TadantaChitra.Com | logo

১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুপ্রবেশ ঠেকাতে কোনও ছাড় দেবেন না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০১৯, ০৮:৩২

অনুপ্রবেশ ঠেকাতে কোনও ছাড় দেবেন না: প্রধানমন্ত্রী

ঢাকা: সীমান্তে অনুপ্রবেশ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা আরও সতর্ক হোন। অনুপ্রবেশ ঠেকাতে কোনও ছাড় দেবেন না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মনে রাখবেন, দেশ উন্নত হলে তার সুফল সবাই পাবেন।’

বিজিবি সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, ‘যথাযথ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য দ্রব্যের চোরাচালান এবং মানবপাচার বন্ধে সতর্ক থাকতে হবে। আমাদের বিজিবি বাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে।’

বুধবার (১৮ ডিসেম্বর) বিজিবি দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বিজিবি সদর দফতরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে যেকোনও ধরনের চোরাচালান বন্ধ করা, মাদক পাচার, শিশু ও নারী পাচারথেকে শুরু করে অনুপ্রবেম বন্ধে কঠোর থাকা বিজিবির একান্ত দায়িত্ব। আমরা চাই, আপনারা সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন।’

এসময় প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন।

সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সরকারপ্রধান আরও বলেন, ‘দেশের চলামান অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে নিয়মনীতি অনুসরণ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে আপনার ওপর প্রদত্ত দায়িত্ব পালন করুন।’

সীমান্তরক্ষাসহ সাম্প্রতিক রোহিঙ্গা সংকটের পাশাপাশি দেশের যেকোনও প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় ও সংকটকালে মানুষের পাশে দাঁড়িয়ে বিজিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বিজিবি সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছেন। তৎকালীন ইপিআর সমাবেশে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং আপনাদের প্রতি যে নির্দেশ দিয়েছেন, তা যুগ যুগ ধরে চলবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব আমার-আপনাদের, সকলের। তাঁর দেখানো পথেই দেশ এগিয়ে যাচ্ছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাবারের জন্য কারও কাছে আমাতের হাত পাততে হয় না।’

এর আগে সকাল ১০টায় পিলখানা সদর দফতরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। পরে পিলখানায় বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।