TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী দিন গুলো

প্রকাশিত : জানুয়ারি ০১, ২০২০, ১০:৩৬

আগামী দিন গুলো

আহসান হাবীব”

দিন যায় রাত আসে,ফিরে আসে আবার,
স্মৃতিটুকু থাকে,সে যে ফিরে না আর।
ভেংগে যাওয়া মন জোড়া লাগে না কভু,
তিক্ত হয়ে ব্যর্থ মনে ফিরে পেতে চাই তবু ।
ফেলে আসা দিন গুলো ভাবো কেমন ছিলো,
আসবে ফিরে অধীক হারে, ভালোবাসা গুলো ।
ছেড়ে যাওয়া ভালোবাসা করোনা স্মরণ,
সুখ দুঃখের একদিন হবে যে মরন।
বছর পেরিয়ে আছ,আসছে নতুন বছর,
মিলন মেলা হবে সার্থক আসবে না আচর ।
তোমার উৎসাহ আমার লেখা
বয়ে আনে আনন্দ হয় না দেখা,
পার করেছি একটা বছর তোমারি পানে,
আমরণ ভালোবাসা সেতো তোমারি সনে।
কতো প্রান ঝড়ে গেছে,গুনছে প্রহর কতজনে,
চাইনা আর ঝরুক প্রাণ অনায়াসে অকারণে।
কারো পুরে ঘর,কারো পৌষ মাস হৈ চৈ,
কেউ বলে উন্নয়নে ভরা,আমি বলি কই ?
আসবে জানি বধূ হয়ে নতুন এ বছর,
মধুর মিলন থাকবে ঘিরে এটাই অনর ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।