ঢাবির শিক্ষার্থীর ধর্ষণের আলামত পাওয়া গেছে: চিকিৎসক

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago
ঢাবির শিক্ষার্থীর ধর্ষণের আলামত পাওয়া গেছে: চিকিৎসক

ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

ওই ছাত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, ‘ধর্ষণের ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত তা নিশ্চিতে ওই ছাত্রীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

তিনি বলেন, ‘পরীক্ষার জন্য ডিএনএ ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। ধর্ষণ একজন নাকি একাধিক ব্যক্তি করেছে সেটি নিশ্চিত হতে এ পরীক্ষা করা হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন...

  • ঢাবির শিক্ষার্থীর ধর্ষণের আলামত পাওয়া গেছে: চিকিৎসক