আজও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৬ years ago
আজও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

ঢাকা: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারির সমাবেশের জন্য এখনো অনুমতি পায়নি বিএনপি।

সমাবেশের অনুমিত চাইতে গতকালের মতো আজ বৃহস্পতিবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয় থেকে ফিরে প্রতিনিধিদলের সদস্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আজও অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি সমাবেশের অনুমতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’

প্রতিনিধিদলের অপর দুজন হলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম।

খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। দিনটিকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে ওইদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন...

  • আজও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি