TadantaChitra.Com | logo

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে স্টিল ফ্যাক্টরির আগুনে দগ্ধ ১১ শ্রমিক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২০, ০৬:৩০

রাজধানীতে স্টিল ফ্যাক্টরির আগুনে দগ্ধ ১১ শ্রমিক

ঢাকা: রাজধানীর কদমতলীর কামাল স্টিল মিলস লিমিটেডে লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার সময় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে আহত তিন শ্রমিককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া দগ্ধ শ্রমিকরা হলেন- রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান।

আহতদের মধ্যে বাবরের শরীরের ছয় শতাংশ দুলালের ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ভর্তি দেওয়া হয়েছে। বাকিরা সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কারখানার সুপারভাইজর সনজিৎ মণ্ডল এ বিষয়ে জানান, ভোর রাতে শ্রমিকরা লোহা গলানোর কাজ করার সময় আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। এতে ১১ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।