TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাইপের মাধ্যমে বৈঠকের পর খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিবে বিএনপি

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২০, ০০:৩৯

কাইপের মাধ্যমে বৈঠকের পর খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নিবে বিএনপি

ঢাকা: দীর্ঘ ২ বছর যাবত কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তিসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসবে বিএনপি।

সোমবার সন্ধ্যা ৬টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে স্থায়ী কমিটির সকল সদস্যসহ স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পরবর্তী কর্মসূচি, দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠনসহ সমসাময়িক বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।