হাসপাতালে ভুল ঔষধ লিখে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ

লেখক: সাব এডিটর
প্রকাশ: ৭ years ago

জয়পুরহাট প্রতিনিধিঃ ৩১ মে,
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রোগীকে ভুল ঔষধ লিখে দেওয়াকে কেন্দ্র করে প্রায় ২ ঘন্টা বিক্ষোভ করেছে ডাক্তার, নার্স ও কর্মচারীরা। গতরাতে একটি শিশু হাসপাতালে ভর্তি হলে বৃহস্পতিবার সকালে ডাক্তার রোগীকে প্রেসকিপশনে ট্যাবলেট লিখে দিলে ওয়ার্ড বয় ট্যাবলেটের পরিবর্তে ইনজেকশন আনার জন্য লিখে দেয়। এসময় ভুল ইনজেকশন লিখে দেওয়ার কারণে ওয়ার্ড বয়ের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি হয়। এরপর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ করে। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ এফ.এ. মুছা আল-মানছুর বলেন, রোগীর ব্যবস্থাপত্রে ওয়ার্ড বয়ের ট্যাবলেটের বদলে ইনজেকশন দেওয়ার অভিযোগে সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন...

  • হাসপাতালে ভুল ঔষধ লিখে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ