TadantaChitra.Com | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অমিত শাহ’র প্রতি এ কেমন ইঙ্গিত ইলতিজার!

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০৭:৩৭

অমিত শাহ’র প্রতি এ কেমন ইঙ্গিত ইলতিজার!

ভারত-পাকিস্তান : চলমান পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মিরের রাস্তায় হাঁটার সাহস দেখাতে পারলে তাকে সেলাম করবেন বলে ইঙ্গিত করেছেন অধিকৃত কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা।

গেল বছরের ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ স্বায়ত্বশাসন তুলে নেয়ার পর বন্দি করা হয় মেহবুবা মুফতিকে। তবে মায়ের জায়গায় রাজনীতিতে আসতে প্রস্তুত নন এবং ভালো রাজনীতিবিদ হতে পারবেন না বলেও নিজের সম্পর্কে এমন মূল্যায়ন করেন ইলতিজা।

গতকাল মঙ্গলবার নারী প্রেস কর্পসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে মেহবুবা-কন্যা বলেন, ‘আমি রাজনীতিতে আসতে প্রস্তুত নই। কারণ আমি মনে করি না, আমি একজন ভালো রাজনীতিবিদ হতে পারবো।’

গেল কয়েক মাস ধরে কাশ্মিরের ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছে মোদী সরকার। কাশ্মিরে ইন্টারনেট ব্যবহারকারীদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে দেশটির পুলিশ। এ নিয়ে উস্কানিদাতাদের বিরুদ্ধে মামলারও ভয় দেখানো হচ্ছে।

বিজেপি সরকারের এমন সিদ্ধান্তকে মেনে নেয়া যায় না উল্লেখ করে ইলতিজা বলেন, ‘আমি কাশ্মিরে গিয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করবো। পুলিশ কিংবা সরকার চাইলে আমার নামে এফআইআর দায়ের করতে পারে।’

ভারতীয় বিচার ব্যবস্থার ওপর অনাস্থা প্রকাশ করে এবং অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে ইলতিজা বলেন, ‘উনার ওপর মানুষ চরমভাবে ক্ষুব্ধ। তিনি যদি কাশ্মিরের রাস্তায় হাঁটতে পারেন তবে আমি তাকে সালাম করবো।’

এখন কাশ্মিরের জনগণের মোদী সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত বলেও মনে করেন মেহবুবাকন্যা।

বিজেপি উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে ইলতিজা বলেন, ‘বিজেপির যদি এখন মনে হয় যে আমার মা রাষ্ট্রদ্রোহী তাহলে ২০১৪ সালে গেরুয়া শিবির কেন তার দলের (জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি) সঙ্গে জোট বেঁধেছিল? কাশ্মিরে এখন নির্বাচন হলে বিজেপির অস্তিত্বহীন হয়ে পড়বে।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।